Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, November 23, 2012

অদৃশ্য দ্বীপ!(ভিডিও)


  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ
গল্প আর উপন্যাসে অদৃশ্য দ্বীপের কথা শোনা যায়। কখনো বিশাল এক দ্বীপ আবার কখনো গভীর সমুদ্র! বাস্তবে কি থাকতে পারে এমন অদৃশ্য দ্বীপ? বিশ্ব মানচিত্র, গুগল ম্যাপ এমনকি নাবিকদের ব্যবহূত মানচিত্রেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ‘স্যান্ডি আইল্যান্ড’ নামের একটি লম্বাটে দ্বীপের খোঁজ পাওয়া যায়। আদৌ এ দ্বীপটির কোনো অস্তিত্ব আছে? সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা এ দ্বীপটির খোঁজে বের হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন। গুগল ম্যাপে অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ শাসিত নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমায় এ দ্বীপটির অবস্থান নির্দেশ করা হলেও গবেষকেরা জানিয়েছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্যান্ডি দ্বীপের কোনো অস্তিত্বই নেই। মানচিত্রে যেখানে এ দ্বীপটির অবস্থান চিহ্নিত করা হয়েছে, সেখানে কোরাল সাগরের নীল জলরাশি খেলা করছে।
এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের

  • এখানেই থাকার কথা স্যান্ডি আইল্যান্ডের
  • গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান গুগল ম্যাপে দেখানো স্যান্ডি দ্বীপের অবস্থান
  • এরকম হতে পারে স্যান্ডি দ্বীপ

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি স্যান্ডি দ্বীপের খোঁজে বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, যেখানে স্যান্ডি দ্বীপটি থাকার কথা, সেখানটায় সাড়ে চার হাজার ফুটের বেশি গভীর পানি।
গবেষক মারিয়া সেটন এ প্রসঙ্গে বলেন, ‘গুগল আর্থ, বিশ্ব মানচিত্রসহ অন্যান্য মানচিত্রে এ দ্বীপটির অবস্থান দেখে সেখানে গিয়েছিলাম আমরা, অথচ সেখানে গিয়ে দেখি দ্বীপটি অদৃশ্য!’
তিনি বলেন, ‘নাবিকদের ব্যবহূত মানচিত্রে ওই এলাকায় সমুদ্রের গভীরতা চার হাজার ৬২০ ফুট দেখানো হয়েছে। আমাদের প্রশ্ন ছিল এত গভীর সমুদ্রে কী করে লম্বা একটা দ্বীপ থাকতে পারে। এ রহস্য জানার জন্যই সেখানে যাওয়া।’
মারিয়া সেটন আরও বলেন, এ দ্বীপটি কীভাবে মানচিত্রে স্থান পেল, আমাদের কাছে সে তথ্য জানা নেই। তাই অদৃশ্য এ দ্বীপটির বিষয়ে আরও গবেষণা চালানো হবে।’
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদপত্রে বলা হয়েছে, স্যান্ডি দ্বীপটির যদি অস্তিত্ব থাকে, তবে তা নিউ ক্যালেডোনিয়ার সমুদ্রসীমার মধ্যে থাকতে পারে। তবে ফ্রান্সের সরকারি মানচিত্রে তার উল্লেখ নেই।
স্যান্ডি দ্বীপ কোথায় হারাল? অস্ট্রেলিয়ার গবেষকেরা এ প্রসঙ্গে বলেন, ‘বৈজ্ঞানিক মানচিত্র ও গুগল আর্থে এ দ্বীপটির অস্তিত্ব ভুল করে দেখানো হতে পারে। যার পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর।
এদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ম্যাপ তৈরির সময় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও পরামর্শ নিয়ে তবেই এ ম্যাপ তৈরি করা হয়েছে। তবে পৃথিবীতে অনেক কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই অনেক কিছু আড়াল হয়ে যেতে পারে।
বিবিসি জানিয়েছে, অদৃশ্য স্যান্ডি দ্বীপের খোঁজে এখন অনেক রোমাঞ্চপ্রত্যাশী আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: প্র্থমআলো.কম, ২৩/১১/২০১২

Monday, November 5, 2012

বাড়তি ঘুম শিশুর মনোযোগ বাড়ায়


আপনার শিশুকে আরও কিছুক্ষণ ঘুমাতে দিন। ঘুমের সময় কমিয়ে দিলে তাদের কান্নার ভাব হয়। মেজাজ খিটখিটে হয়। তারা হতাশ থাকে। কানাডার একদল গবেষক এ তথ্য দিয়েছেন।

এক ঘণ্টা টিভি দেখে আয়ু কমে ২২ মিনিট!


অবসরে কিংবা প্রয়োজনে টেলিভিশন না দেখলে চলে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য এটা সত্য। দীর্ঘ সময় টেলিভিশনের সামনে বসেও থাকেন কেউ কেউ। এবার বিজ্ঞানীরা তাঁদের নতুন করে ভাবার জন্য একটি তথ্য দিয়েছেন। তাঁরা বলছেন, প্রতি ঘণ্টা টিভি দেখায় ২২ মিনিট পর্যন্ত আয়ু কমায়।

প্রবেশপত্রে ক্যাটরিনার ছবি!


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক কিছু শিক্ষার্থী পড়েছেন বিপাকে। কারণ, প্রবেশপত্র হাতে পেয়ে দেখেন সেখানে নিজদের ছবির স্থলে রয়েছে বলিউড নায়ক-নায়িকাসহ ক্রিকেট তারকাদের ছবি।

পৃথিবী থেকে খসে চাঁদের জন্ম!

চাঁদ এক সময় পৃথিবীর অংশ ছিল। পরে এক সময় মহাজগতের অন্য একটি বড় বস্তুর সঙ্গে সংঘর্ষে সেটি ছিটকে পড়ে বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এমন দাবিই করেছেন। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে তাঁদের এই দাবির কথা তুলে ধরা হয়।

Saturday, November 3, 2012

বাংলাদেশের অগ্রগতি আশ্চর্যজনক


চলতি সপ্তাহে যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একসময়ে বাংলাদেশকে বলেছিলেন ‘তলাবিহীন ঝুড়ি’। যে দেশগুলো সব সময় বিদেশি সাহায্যের

পাখিদের চেয়েও প্রাচীন উড়ুক্কু মাছ

মাছ উড়তেও পারে! সাগরের পানি থেকে লাফ দিয়ে পাখির মতই দ্রুতগতিতে কিছুদূর উড়ে যায় উড়ুক্কু মাছ।

সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবন!


পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় একসঙ্গে ৮৭ বছর কাটালেন কারাম (১০৭) ও কাটারি (১০০) দম্পতি। শতায়ু এই দম্পতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম দাম্পত্য জীবনের নতুন রেকর্ডধারী জুটি হতে চলেছেন। নথিবদ্ধ তথ্য অনুযায়ী, বর্তমান রেকর্ডটি থেকে তাঁদের দাম্পত্য জীবন আরও পাঁচ বছর বেশি।

কোশিকের মুখে কোরীয় ভাষা!


দক্ষিণ কোরিয়ার এভারল্যান্ড চিড়িয়াখানার ‘কোশিক’ নামের একটি হাতি কোরীয় ভাষা শিখেছে। মানুষের মতো কোরীয় ভাষায় কোশিক যেসব শব্দ উচ্চারণ করে, তা স্থানীয় ভাষা জানা লোকেরা সহজেই বুঝতে পারে। সম্প্রতি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

Tuesday, August 14, 2012

Primary Teacher Recruitment Result

আপনি কি প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন? তাহলে নিচের লিংক থেকে প্রবেশ করে ডাউনলোড করে নিন রেজাল্ট

প্রাইমারী শিক্ষক নিয়োগ রেজাল্ট

প্রাইমারী শিক্ষক নিয়োগ রেজাল্ট

Sunday, August 12, 2012

ডিম না, মুরগিই আগে!

মুরগি নাকি ডিম? কোনটি আগে? না, এখন এটা আর শুধু সাধারণ মানুষের প্রশ্ন নয়, এর উত্তর খুঁজে ফিরছেন বিজ্ঞানীরাও৷ আর এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত মুরগিই আগে৷

মঙ্গলের রুক্ষ প্রান্তর যেন মোজাভে মরুভূমি


ঢাকা, ১০ আগস্ট: এ যেন মঙ্গলের মাটিতে এক টুকরো পৃথিবী। তবে শস্যশ্যামলা নয়, ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির মতোই রুক্ষ লালগ্রহের সেই ‘দুনিয়া’। অন্তত সে রকমটাই ধরা পড়েছে মঙ্গলের নতুন ‘বাসিন্দা’ ‘মিস কৌতূহলের’ চোখে। এবং সঙ্গে সঙ্গেই সেই ছবি সে পাঠিয়ে দিয়েছে নাসার

তাইওয়ানে প্রথম দুই নারীর বিয়ে


তাইওয়ানে প্রথমবারের মতো গতকাল দুই নারী বৌদ্ধ ধর্মমতে একে ওপরকে বিয়ে করেছেন। এর মাধ্যমে এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে সমলিঙ্গে বিয়ের বৈধতার পথ সুগম হলো বলে অনেকে মনে করছেন। ফিস হুয়াং এবং তার সঙ্গী ইউ ইয়া-টিং দু’জনেই ঐতিহ্যবাহী বিয়ের সাদা গাউন পরে বুদ্ধমূর্তির সামনে একে ওপরকে গ্রহণ করার মন্ত্র পাঠ করেন। ৩০ বছর বয়সী নবদম্পতি যুগলের আশীর্বাদের জন্য প্রায় ৩০০ বৌদ্ধ ভিক্ষু প্রার্থনা করেন।

Admit card for Teachers' registration exam-2012

আপনি কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১২ দেওয়ার আবেদন করেছেন। তাহলে নিচের লিংক থেকে আপনার প্রবেশ পত্র ডাউনলোড করে নামিয়ে নিন।
প্রবেশ পত্র/Admit Card

If u r apply to teachers registration exam-2012 then u download ur admit card to click the upper button Admit Card.

Thursday, July 26, 2012

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেশন ২০১২-২০১৩





এইচ.এস. সি পাস সকল ছাত্র/ছাত্রী’র স্বপ্ন ঢাকা বিশ্ববিদালয়ে ভর্তি হওয়া। সেই স্বপ্ন পূরণের জন্য সব মেধাবী শিক্ষার্থীদের যুদ্ধ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। সেই যুদ্ধেরই তারিখ নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Wednesday, July 18, 2012

H.S.C result -2012

My H.S.C Result-2012

Click the upper link to see your H.S.C result 2012 so easily. First select your Board and type your roll number in the box and then click Enter button. and wait to see your result.
Thanks and Congratulation ...

স্বামী-স্ত্রী যখন আলাদা রুমে ঘুমান

বিয়ের পর যদি স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমান তাহলে ব্যাপারটা কেমন চোখে লাগার মতো। আর তাই করেন শতকরা ২৫ ভাগ দম্পতি। তারা বিয়ের পরে এক বিছানা শেয়ার করেন না। এর ফলে তাদের মধ্যকার স্বামী-স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক সময় দেখা দেয় দাম্পত্য কলহ। বিয়ের আগে একজন নারী বা পুরুষে তার সঙ্গী পাওয়ার ঝোঁক থাকে দুর্নিবার। কিন্তু বিয়ের পরে কি সেই আকুতি কমে আসে! যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পির ফাউন্ডেশন এক গবেষণায় প্রমাণ

Thursday, July 12, 2012

১৮ জুলাই এইচএসসির ফল প্রকাশ

 অনেকটা সময় পার করে অবশেষে এইচ.এস.সি ২০১২ পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে যাচ্ছে।
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ১৮ জুলাই প্রকাশ করা হবে।

Thursday, June 28, 2012

৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

  

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, এ পরীক্ষায় মোট ২৮ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।

Wednesday, June 20, 2012

ভালোবাসা স্বাস্থ্যের জন্য উপকারী


প্রেম ভালোবাসাকে একটু বাঁকা চোখে অনেকেই দেখেন।ভালোবাসা নিয়ে রয়েছে নানা ধরনের বির্তক। ভালোবাসা নিয়ে

Wednesday, June 6, 2012

ভালোবাসার মানুষকে কাছে আনবে 'পেয়ার'

স্পর্শের বাইরে থাকা ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসবে নতুন সেলফোন অ্যাপ্লিকেশন ‘পেয়ার’। প্রযুক্তির এই যুগে ভালোবাসার মানুষটিকে যারা সবসময়ই কাছে পেতে চান, শেয়ার করতে চান ছবি বা ভিডিও, নিভৃতে জানাতে চান ভালোবাসার কথা তাদের জন্যেই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

পরিবেশ দূষণের প্রমাণ দিল জ্বলন্ত জেব্রা ফিস


পরিবেশ দূষণের প্রমাণ দিলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি গ্লোয়িং জেব্রা ফিস। বিভিন্ন রাসায়নিক পদার্থ পরিবেশের সঙ্গে মিশে প্রাণীজগতের কি ক্ষতি করে তা নিয়ে বিস্তারিত গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়ে জেব্রা মাছটির জন্ম দেন বিজ্ঞানীরা। আর ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলেই উজ্জ্বল সবুজ রঙে জ্বলে শারীরিক ক্ষতির কথা জানান দেয় মাছটির শরীরের বিভিন্ন অংশ। খবর ইসায়েন্সনিউজ-এর।

Thursday, May 24, 2012

পরীক্ষাগারে তৈরি হচ্ছে হূদপেশি



এবারে গবেষকেরা সত্যিকার অর্থেই ভাঙা হূদয় জোড়া লাগানোর চেষ্টা করছেন! সম্প্রতি রোগীর দেহকোষ ব্যবহার করে পরীক্ষাগারে অধিক কার্যকর হূদপেশি তৈরিতে সফল হয়েছেন ইসরায়েলের একদল গবেষক।

আঁটসাঁট জিনস পরতে মানা!




বিভিন্ন বয়সের লোকের পছন্দের পোশাকের তালিকায় একটি বড় জায়গা দখল করে আছে আঁটসাঁট-প্রকৃতির জিনস। প্রচলিত পোশাকি ধারার সঙ্গে তাল মিলাতে এই জিনস পরা হলেও এসবে স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে যথেষ্ট। এমনকি এ ধরনের জিনস মারাত্মক স্নায়বিক ঝুঁকির কারণ হতে পারে।

Sunday, May 20, 2012

কেয়ামতের ভয়ে আত্মহত্যা!


 পৃথিবীর শেষ দিন বা কেয়ামত নিয়ে ইন্টারনেটের তথ্য ঘাঁটাঘাঁটি করতে করতে টিনেজার ইসাবেল টেলর (১৬)-এর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মায় যে, এ বছরই ধ্বংস হবে পৃথিবী। তার মধ্যে এ বিশ্বাস এতটাই শিকড় গেঁড়েছিল যে, শেষ পর্যন্ত সেই কিয়ামতের ভয়ে সে আত্মহত্যা করেছে। এ নিয়ে অনলাইন

এভারেস্টের চূড়ায় বাংলাদেশের প্রথম নারী নিশাত



প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নিশাত মজুমদার। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছন এবং বাংলাদেশের পতাকা ওড়ান।

দেশ জারজ সন্তানে ভরে যাবে: কাদের সিদ্দিকী



 কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আন্তঃধর্ম বিবাহ আইন প্রসঙ্গে বলেছেন, আমার ভাগিনার বিবাহকে বৈধ করার জন্য এ ধরণের আইন করবেন না। যে দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান সেখানে একজন হিন্দুকে দিয়ে সংবিধান সংশোধন করে এ ধরণের আইন জনগণ মেনে নেবে না। এ আইন করলে দেশ জারজ সন্তানে ভরে যাবে।’’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ‘রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন ও দুর্নীতি মুক্ত সুশাসন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সন্তানকে ওয়াশিং মেশিনে রেখে পাগলপ্রায় পিতা-মাতা

 
নিজের ছোট্ট সন্তানটিকে খেলার ছলে ভয় দেখাতে এক পিতা-মাতা তাকে লন্ড্রির দোকানের এক ওয়াশিং মেশিনের ভেতর রাখলেন। এরপর দরজা বন্ধ করে দিলেন। এদিকে ওয়াশিং মেশিনে অটো-লক সিস্টেম থাকায় ওই দম্পতির সহাস্য কৌতুক পরিণত হয় কান্নার রোলে। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে

হাত-পা ছাড়াই সাঁতারে রেকর্ড


হাত-পা নেই তবুও অবিশ্বাস্য মনোবল তার। সাঁতরে পাঁচটি মহাদেশ পাড়ি দেয়ার পরিকল্পনা করেছেন তিনি। ইতিমধ্যে এ অসম্ভব অভিযানের প্রথমপর্ব সফলভাবে শেষও করে ফেলেছেন। অদম্য মনোবলের এ মানুষটি হলেন ফিলিপ্পে ক্রিজন। ১৯৯৪ সালে টিভির এন্টেনা লাগাতে গিয়ে ২০ হাজার ভোল্টের বৈদ্যুতিক শক খেয়ে

Thursday, May 17, 2012

৮ হাজার কোটি টাকার হিরা



বিক্রি হলো বিশ্বের অন্যতম পুরাতন ও বিখ্যাত হিরা বিউ স্যানসি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নিলামে ৯৭ লাখ ডলারে (প্রায় ৭ হাজার ৯৫৪ কোটি টাকা) বিক্রি হলো এই মহামূল্যবান হিরাটি।

জিন-পরী তাদের হাতের মুঠোয়

জিন-পরী তাদের হাতের মুঠোয়। জাদুটোনায়ও দীক্ষিত। কেউ গুরু সম্রাট। কেউ বা মুশকিলে আহসান। নামের আগে পিছে নানা বিশেষণ। সবাই নিজেকে দাবি করেন পীর। তবে তাদের কাজ এক। মানুষ ঠকানো। এটিকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। আর গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। আলিশান বাড়ি, অত্যাধুনিক গাড়ি। মানুষকে ভোলানোর সকল মন্ত্রই তাদের জানা। স্বামী-স্ত্রীর মনোমালিন্য, প্রেমে ব্যর্থতা, পড়লেখায় অমনোযোগী, অবাধ্য সন্তানকে বাধ্য করা, শত্রু দমন,

Friday, May 11, 2012

দেয়াল-হুমায়ূন আহমেদ


দেয়াল হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস। এ উপন্যাসের পটভূমি ১৯৭৫ সালে ঘটে যাওয়া বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক ঘটনা। সাময়িকীর পাঠকের জন্য সুবিশাল এ উপন্যাসের দুটি অধ্যায় এখানে ছাপা হলো

ইতিহাসের দায়মুক্তি

ইতিহাসকে গল্পের কাঠামোয় নিয়ে আসতে পারাটা একটা জটিল কাজ। ইতিহাসের সত্যগুলো এতে আড়ালে চলে যেতে পারে, কোনো গৌণ চরিত্র অথবা ঘটনা অকারণ গুরুত্ব অর্জন করতে পারে। গল্প-উপন্যাসের আখ্যান এগোয় তার সূত্র ধরে, ইতিহাসের আখ্যান নির্দিষ্ট হয় ইতিহাসের নিজস্ব অনিবার্যতায়। ফলে একজন গল্পলেখকের হাতে ইতিহাস তার গতিপথ

Thursday, May 10, 2012

আইপ্যাড উত্তেজনায় যোগ দিলো শিম্পাঞ্জি পরিবারও!

 
 আট বছর বয়সী জমজ দুজনই তাদের আইপ্যাডটিকে ভালোবাসে। গেম খেলা, আঁকা, শব্দ জানা কোনো কাজই বাদ দেয় না তারা। তাদের পরিবারের টিনএজাররাও হাতে বহনকারী কম্পিউটারের দিকে কম আকৃষ্ট নয়। তবে সমস্যা হচ্ছে বয়স্কদের নিয়ে। কেননা তারা এর প্রতি কোনো আগ্রোহই বোধ করে না।

রাজধানীতে জামাই-বউ কেনা-বেচা : জামাইয়ের দাম লাখ টাকা, আর বউয়ের ৩০ হাজার

জামাই-বউ কেনা-বেচায় সক্রিয় সিন্ডিকেট। জামাইয়ের দাম লাখ টাকা। আর বউয়ের দাম মাত্র ৩০ হাজার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করেই চলছে এ ‘জামাই-বউ’ বেচা-কেনা। আর নবজাতক ছেলের সাংকেতিক নাম ‘জামাই’। আর মেয়ে হলো ‘বউ’। বাজারে জামাইয়ের কদরই বেশি। লাখ টাকার কমে কন্টাক্ট হয় না। বউয়ের বাজার

‘গার্ড অব অনার থাকাই উচিৎ নয়’


একটি রিট আবেদনের শুনানিতে হাই কোর্ট বলেছে, গণতান্ত্রিক দেশে ‘গার্ড অব অনার’ থাকা উচিৎ নয়।

এক বিচারপতিকে ‘প্রটোকল’ বা ‘রাষ্ট্রাচার’ ও ‘গার্ড অব অনার’ না দেওয়ায় বান্দরবানের ডিসি-এসপিকে তলবের আদেশের শুনানিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এ কথা বলে।

মেয়েকে জীবন্ত কবর দিতে চেয়েছিলেন বাবা-মা!



ভারতের উত্তর প্রদেশে দেড় মাসের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সময় তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশু এখন সুস্থ্য আছে।

কবে আসবে এইডসের টিকা

এইচআইভি ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি এইডস। ভয়ংকর রহস্যময় এই এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস করে ফেলে। এতে খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হয় শরীর। প্রায় তিন দশক ধরে গবেষকেরা এই ভাইরাসের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বা টিকা তৈরিতে গবেষণা করে আসছেন। কিন্তু সাফল্য এখনো অধরাই রয়ে গেছে। সম্প্রতি গবেষকদের এ ব্যর্থতার কারণ নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সিলেটে পাশবিক নির্যাতন করে যুবককে হত্যা

মির্জা মোহাম্মদ ফয়েজ মির্জা মোহাম্মদ ফয়েজ
কইমু কইমু, সব কইমু। আগে আমারে এক গ্লাস পানি খাওয়াইন!’ ডান হাত ও ডান পা থেঁতলানো অবস্থায় গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে এভাবেই অস্ফুটস্বরে কথা বলছিলেন যুবকটি। এক গ্লাস পানি খাওয়ার পর মিনিট দশেক কথা বলেন। বর্ণনা দেন ‘চোর’ সন্দেহে তাঁকে আটকের পর প্রায় তিন ঘণ্টা ধরে চালানো পাশবিক নির্যাতনের।

পদ্মা সেতু ঃ দুর্নীতির প্রমাণ দিল বিশ্বব্যাংক


বিশ্বব্যাংক আবারও সরকারকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির প্রমাণ দিয়েছে। দুর্নীতির প্রমাণ-সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে সরাসরি দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে দায়ী কিছু ব্যক্তির নামসহ দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।
বিশ্বব্যাংক দুর্নীতির তথ্য দেওয়ার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছে। সংস্থাটি বলছে, তহবিলের অর্থ পেতে হলে সরকারকে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বিকল্প অর্থ জোগাড়েই বেশি সচেষ্ট রয়েছে। এ অবস্থায় এই প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ আপাতত সরকার পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

Wednesday, May 9, 2012

১০ ট্রাক অস্ত্র আটক মামলা ‘অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের ছয় সদস্য’


দশ ট্রাক অস্ত্র খালাসের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন উপপরিচালক মেজর লিয়াকত হোসেনসহ সংস্থাটির ছয়জন সদস্য উপস্থিত ছিলেন। অস্ত্রের চালানটি আনার বিষয়ে অবগত ছিলেন এনএসআইয়ের তখনকার মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমও।

আল-কায়েদার নতুন অস্ত্র ‘অন্তর্বাস বোমা’

২০০১ সালে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে বিমান হামলা চালিয়ে বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছিল আল-কায়েদা। গত বছর সংগঠনটির প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে মার্কিন হামলায় নিহত হলেও এখনো নিত্যনতুন কায়দায় পশ্চিমা

বিয়ে কেন ভাঙে?


তারকাদের বিবাহবিচ্ছেদ ঘটে বেশি। আর বেশির ভাগ ক্ষেত্রেই সেটা হয় পরকীয়ার কারণে। তবে তারকাদের বিয়ে ভাঙার একমাত্র কারণ শুধু পরকীয়া বা সঙ্গী, সঙ্গিনীর প্রতি বিশ্বাসভঙ্গ করা নয়।

ক্যানসারের জন্য সংক্রমণও দায়ী

চিকিত্সাযোগ্য বা প্রতিরোধযোগ্য সংক্রমণের কারণে বিশ্বে প্রতি ছয়জনে একজন ক্যানসারে আক্রান্ত হয়।

অনুপ পাস করেছে

‘আমাদের অনুপ এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে এ গ্রেডে পাস করেছে।’ আমাদের অনুপ? মা অর্পণা আবার ফোনে বলেন, ‘হ্যাঁ দাদা, আমি ওর মা হলেও সে তো আমার একার সন্তান না। অনুপ যে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও। প্রথম আলোর পাঠকেরাই যে অনুপকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিয়েছে! তাই তো ও সবার অনুপ।’

Tuesday, May 8, 2012

প্রকৃতিও জানে প্রতিশোধ নিতে!

 গ্লোবাল ওয়ার্মিং’র সম্পর্কে বিজ্ঞান যেসব ভয়ভীতি দেখাচ্ছে, তার সব কী ঠিক? কারণ, গাছপালা আর ফুলফল দেখা যাচ্ছে আগের থেকে দ্রুতগতিতে ছুটছে! বলছে নতুন সমীক্ষা৷

Monday, May 7, 2012

S.S.C result -2012

আপনি কি এস.এস. সি রেজাল্ট-২০১২ দেখতে চান? তাহলে আর দেরি না করে নিচের লিংকে ক্লিক করুন এবং আপনার রোল ও বোর্ড সিলেক্ট করে এন্টার চাপুন। নিমিষেই রেজাল্ট পেয়ে যাবেন।

আমার রেজাল্ট

প্রশিক্ষণের নামে ২৫ লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও!

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মিড্স আইটি ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান হঠাৎ উধাও হয়ে গেছে। কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের নামে প্রতিষ্ঠানটি অন্তত ৫০০ গ্রাহকের কাছ থেকে ২৫ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রেমে যা হারাতে হয়

প্রেমের জন্য কোনো মূল্য দিতে হয় না—এমনটা যাঁরা ভাবেন, তাঁরা হয়তো এখনো অন্ধকারেই রয়ে গেছেন। কারণ, নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রেম শুরু করার সময় বা এ ধরনের কোনো সম্পর্ক শেষ করার সময় কিছু মূল্য দিতেই হয়

মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত চট্টগ্রামে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা না হত্যা?


 
অবিশ্বাস থেকে সন্দেহ। অতঃপর স্ত্রী সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় গত শনিবার অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন নিহত পল্লীচিকিৎসক প্রকাশ বড়ুয়া ছাড়াও তার পরিবারের ৩ সদস্য। আর তার এ  মৃত্যুর বিষয়টিকে এভাবেই দেখছেন পরিবার ও আশপাশের লোকজন।

বিদেশী পত্রিকার রিপোর্ট: সরকারকে হিলারির হুঁশিয়ারি, গ্রামীণ ব্যাংকে হস্তক্ষেপ করবেন না



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্পষ্ট ভাষায় বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিলেন। বললেন, ক্ষুদ্রঋণ দাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে হস্তক্ষেপ করবেন না। দক্ষিণ এশিয়ার এ

মাধ্যমিক পরীক্ষার ফল: পাস ৮৬.৩৭%

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন এবার, যাদের মধ্যে ৮২ হাজার ১১৫ জন অর্জন করেছে পূর্ণাঙ্গ জিপিএ।
সোমবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন।

Sunday, May 6, 2012

এক নজরে গৌতম বুদ্ধ


গৌতম বুদ্ধ ছিলেন প্রাচীন ভারতের এক ধর্মগুরু এবং তাঁর দ্বারা প্রচারিত ধর্ম বিশ্বাস ও জীবন দর্শনকে বৌদ্ধ ধর্ম বলা হয়। খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে গৌতম বুদ্ধের জন্ম। তাঁর মৃত্যুর পর তাঁর অনুগামীরা তাঁর জীবনকথা ও শিক্ষা লিপিবদ্ধ

বৌদ্ধ দর্শনের প্রবর্তক গৌতম বুদ্ধ পরম জ্ঞানলাভ ও দুঃখ মুক্তির নির্বাণ লাভের পথ দেখিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, আদর্শ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বুদ্ধের শিক্ষা আজও সমানভাবে প্রযোজ্য।

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বাণীতে রোববার তিনি এ কথা বলেন।


Friday, May 4, 2012

দক্ষ জনশক্তির বিশাল বাজার অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিভিন্ন পেশার দক্ষ ও আধাদক্ষ জনশক্তির বিশাল বাজার হতে পারে অস্ট্রেলিয়া। এ জনশক্তিকে নির্দিষ্ট মেয়াদের কাজ শেষে দেশে ফিরে যেতে হবে না। তাঁরা অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
অস্ট্রেলীয় সরকারের একাধিক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম আলোকে এ কথা বলেছেন। দেশটির রাজধানী

বইয়ের বাইরে স্কুলের ‘ভয়ংকর’ ৯ পাঠ

স্কুলের শ্রেণীকক্ষে বসে পাঠ্যসূচির বাইরেও শিক্ষা লাভ করে শিশুরা। পাঠের আনন্দের বিপরীতে সে পাঠ হতে পারে ভয়ংকর ও সুদূর প্রভাববিস্তারী। এক প্রতিবেদনে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, শিক্ষকেরা যা শেখান, তার পাশাপাশি

আধুনিক গুহামানব

১২ বছরের আশ্রয়স্হল উটাহ ডেজার্টে বিশ্রামরত সুয়েলো
১২ বছরের আশ্রয়স্হল উটাহ ডেজার্টে বিশ্রামরত সুয়েলো
পাহাড়ের গুহায় দিব্যি খাচ্ছেন-ঘুমোচ্ছেন। যুক্তরাষ্ট্রের উটাহ মরু এলাকায় পাহাড়ে বসবাস শুরু করেন আগে সর্বশেষ যে ৩০ মার্কিন ডলার ছিল তাও একটি ফোন বাক্সে রেখে যান তিনি। এই মার্কিন নাগরিকের নাম ড্যানিয়েল সুয়েলো। ২০০০ সালে নিকটাত্মীয়দের ছেড়ে চলে যান তিনি।

মুঙ্কের ‘দ্য স্ক্রিম’র দাম ১২ কোটি ডলার!



নরওয়ের বিখ্যাত চিত্রশিল্পী এডওয়ার্ড মুঙ্কের বিখ্যাত চিত্রকর্ম  ‘দ্য স্ক্রিম’ বা ‘আর্তচিৎকার’ নামক চিত্রকর্মটি নিলামে ১২ কোটি আমেরিকান ডলারে বিক্রি হয়।

Thursday, May 3, 2012

ওবামার সাবেক প্রেমিকারা মুখ খুললেন



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক দুই বান্ধবী তাদের প্রাক্তন ‘প্রেমিক ওবামা’ সম্পর্কে প্রথমবারের মত মুখ খুলেছেন। ১৯৮০ সালের প্রথম দিকে ওবামার বয়স যখন ২০ এর কোঠায়, তখন ওবামার জীবনে এসেছিলেন জেনেভিভ কুক ও তারপর অ্যালেক্স ম্যাকনিয়ার। ম্যাকনিয়ারের কাছে বেশ কিছু প্রেমপত্র লিখেছিলেন তরুণ ওবামা। আর কুক