Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, May 20, 2012

দেশ জারজ সন্তানে ভরে যাবে: কাদের সিদ্দিকী



 কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আন্তঃধর্ম বিবাহ আইন প্রসঙ্গে বলেছেন, আমার ভাগিনার বিবাহকে বৈধ করার জন্য এ ধরণের আইন করবেন না। যে দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান সেখানে একজন হিন্দুকে দিয়ে সংবিধান সংশোধন করে এ ধরণের আইন জনগণ মেনে নেবে না। এ আইন করলে দেশ জারজ সন্তানে ভরে যাবে।’’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ‘রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন ও দুর্নীতি মুক্ত সুশাসন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বোন দয়া করে বোরখা পরে রাস্তায় নেমে জণগনের অবস্থা দেখুন। তারা কি চায় জানুন। তা না হলে যেদিন পা পিছলে পড়বেন সেদিন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনার নেতা কর্মীরাও আপনাকে তুলতে পারবে না। কারণ তাদের সেই যোগ্যতা নেই।”
কাদের সিদ্দিকী বলেন, ‘‘বিরোধী দলের ওপর নির্যাতন বাদ দিয়ে গণতন্ত্র পতিষ্ঠার জন্য কাজ করুন। আপনার পুলিশ যেভাবে একজন মানুষকে গলা চেপে ধরে নির্যাতন করে তা শুধু একজন মানুষকে নির্যাতন নয় গোটা জাতিকে গলা চেপে ধরে নির্যাতনের সামিল।’’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘‘বোন আপনি বড় বেশি আগুন নিয়ে খেলা করছেন। আগুন নিয়ে খেলা করবেন না। এর পরিণাম ভালো হবে না।’’
দুই নেত্রী একত্রে বসলে সব সমস্যার সমাধান সম্ভব এমন কথার বিরোধিতা করে তিনি বলেন, ‘‘মাঠে খেলার সময় দুই দল যদি এক হয়ে যায় তাহলে দর্শক থাকে না। সেই সব খেলোয়াড়দেরও কেউ পছন্দ করে না। আর কেউ যদি মনে করেন শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া রাজনীতিতে অনেক উপরে উঠে গেছে তাহলে সে বোকার স্বর্গে বাস করছেন।’’
জাতির ক্রান্তিলগ্নে বঙ্গবীরকে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিবের এ আহবানের পরিপেক্ষিতে তিনি বলেন, ‘‘আমার মার্কা গামছা। আমি গামছা পড়ি শাড়ি পরি না। শাড়ি পড়াদের দলেও আমি নেই।’’
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আব্দুল খায়ের, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান ও মাওলানা আব্দুল ইউসুফী।
সূত্র: বিডিনিউজ২৪.কম,ঢাকা, ১৯ মে

No comments:

Post a Comment