তারেক মাসুদ। নামটির সঙ্গে জড়িয়ে ছিল অনেক সম্ভাবনা আর জাতীয়-আন্তর্জাতিক খ্যাতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের ‘মুক্তির গান’ ও ‘মাটির ময়না’সহ অনেক চলচ্চিত্র জাতীয় ও আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াজুড়িতে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস ।ছবি: প্রথম আলো
‘মুক্তির গান’, ‘মাটির ময়না’খ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারেক মাসুদের সহকারী মনীশ রফিক দুর্ঘটনাস্থল থেকে জানান, একটি মাইক্রোবাসে করে আজ ভোর ছয়টার দিকে তারেক মাসুদ, তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তাঁর স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলিসহ নয়জন মানিকগঞ্জে যান। সেখানে তারেক মাসুদের ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন নির্বাচন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর, তারেকের সঙ্গে কাজ করা ওয়াসিম, জামাল ও মাইক্রোবাসের চালক মোস্তাফিজের মৃত্যু হয়।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যাচাইয়ের জন্য এবার অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে একযোগে নেওয়া হবে নির্বাচনী পরীক্ষা। ফলে সংশ্লিষ্ট সবাই এ নির্বাচনী পরীক্ষাকে আরেক এসএসসি পরীক্ষা হিসেবেই গণ্য করছে।
আগামী ১০ অক্টোবর সারা দেশে এ পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে প্রায় ১৭ লাখ পরীক্ষার্থী। ২০১২ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে অভিন্ন প্রশ্নে ২১টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে একই সময়ে নির্বাচনী পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে ইংরেজি ও গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে না। ফলে অভিন্ন প্রশ্নপত্রে এ দুটি বিষয়ের পরীক্ষা হবে না। সম্প্রতি আন্তশিক্ষা বোর্ডের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে একসময় বিপুল অর্থকড়ির মালিক হয়েছেন অনেকে। সাম্প্রতিক ব্যাপক দরপতনে তাঁদের অনেকের আবার পথে বসার জোগাড় হয়েছে। তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে কেউ কেউ বলছেন, 'আহারে বেচারা!' কিন্তু যাঁরা এখনো বিপুল বিত্তের মালিক হিসেবে রয়ে গেছেন, তাঁদের মনে পথে বসা বিনিয়োগকারীদের জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী বছর বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের একটি শাখা খোলা হবে। অস্কার বিজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান, অভিনেতা হিউ জ্যাকম্যানের মতো নামকরা তারকাদের মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাবে। গতকাল বৃহস্পতিবার মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ এ কথা জানায়।
মেয়েকে বিষধর সাপের দংশনের মাধ্যমে সাপের খেলা দেখাতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলীয় এক সাপুড়েকে। সাপগুলো বিষদাঁতমুক্ত করা হয়েছে, তা প্রমাণ করার জন্য তিনি এ কাণ্ড করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখতে ক্লিক করুন এবং বিভাগ নির্ধারণ করে অথবা কলেজ নির্ধারণ করে অথবা সরাসরি আপনার রোল নম্বর দিয়ে জেনে নিন রেজাল্ট। রেজাল্ট