Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, August 11, 2011

মজার কিছু সংখ্যাতত্ব


সংখ্যাতত্ত্ব : ১


আমেরিকার দৃ'জন বিখ্যাত প্রেসিডেন্ট আতাতায়ীর হাতে খুন হন।
* লিঙ্কন এবং
* কেনেডি

মজার বিষয় হচ্ছে,
* লিংকন প্রেসিডেন্ট হন ১৮৬০ সালে।
কেনেডি হন ১৯৬০ সালে - ঠিক একশো বছর পর।
* লিংকন খুন হন থিয়েটারে - নাম ছিলো ‍`ফোর্ড',
কেনেডি খুন হন মোটর গাড়িতে, সেটি ছিল `ফোর্ড' কোম্পানির। গাড়িটির নাম ছিল `লিংকন'।
* লিংকনের পর যিনি প্রেসিডেন্ট হন তার নাম ছিলো - অ্যান্ড্রু জনসন।
কেনেডির পর প্রেসিডেন্ট হন `লিন্ডন জনসন'।
* প্রথম জনের জন্ম - ১৮০৮ সালে,
‍‍দ্বিতীয় জনের জন্ম - ১৯০৮ সালে। ঠিক একশো বছর পর।
* লিংকনের খুনীর নাম john wilkes booth
‍কেনেডির খুনীর নাম lee harvey oswld - দু'টোতেই ১৫ অক্ষর।
* প্রথম খুনীর জন্ম - ১৮৩৯ সালে
দ্বিত‍ীয় খুনীর জন্ম - ১৯৩৯ সালে। ঠিক একশো বছর পর।
সূত্র : ডক্টর ম্যাট্রিক্সের সংখ্যা তত্ব।



সংখ্যাতত্ত্ব : ২


২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ও পেন্টাগনে পরিচালিত হামলার সঙ্গে ১১ সংখ্যাটির চমৎকার মিল খুঁজে পাওয়া যায়।

* হামলাটি বছরের ১১তম মাসের ১১তম দিনেও হতে পার‍ত। কিন্তু হামলার তারিখ ১১ এবং মাস হচ্ছে ৯।
 এর যোগফল দাঁড়ায় - ৯+১+১=১১।
* ১১ সেপ্টেম্বর ছিল ২০০১ সালের ২৫৪ তম দিন। ২৫৪ অংকগুলোর যোগফল - ২+৫+৪=১১।
* ১১ তারিখের পর ২০০১ সাল শেষ হতে বাকি ছিলো ১১১ ‍দিন।
* পাশাপাশি দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার দেখতে ১১'র মত।
* টাওয়ারে আঘাত হানা প্রথম বিমানটি ছিল ফ্লাইট-১১।
* নিউইর্য়ক ১১তম প্রদেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।
* NewYork city - শব্দটি ১১ বর্ণের।
* The Pentagon - শব্দটিও ১১ বর্ণের।
* ফ্লাইট ১১ তে যাত্রী ছিলো ৯২ জন। যার যোগফল হচ্ছে - ৯+২=১১।
* হামলায় অংশগ্রহণকারী অন্য আরেকটি বিমান ফ্লাইট ৭৭ এর যাত্রী ছিলো ৬৫। 
যার যোগফলো দাঁড়ায় ৬+৫=১১।
* ফ্লাইট ৭৭ এ দুটি ৭। আর ৭*১১=৭৭।
* অতীতের সাথে টুইন টাওয়ার ট্র্যাজেডির একটি যোগসূত্র আছে। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় অভিযুক্ত ব্যক্তির নাম - Ramzi Yousef যা ১১ বর্ণের।

সূত্র : ইন্টারনেট।

No comments:

Post a Comment