অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী বছর বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের একটি শাখা খোলা হবে। অস্কার বিজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান, অভিনেতা হিউ জ্যাকম্যানের মতো নামকরা তারকাদের মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাবে। গতকাল বৃহস্পতিবার মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ এ কথা জানায়।
হংকং, লাস ভেগাস, নিউইয়র্ক, আমস্টারডাম, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলোতেও মাদাম তুসো জাদুঘরের শাখা রয়েছে।
সিডনির ডারলিং হারবারে আগামী বছরের মে মাসে খোলা হবে লন্ডনের অন্যতম আকর্ষণ মাদাম তুসো জাদুঘরের শাখা। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় মাদাম তুসো জাদুঘরেও থাকবে তাদের ২০০ বছরের ঐতিহ্য ও গবেষণার শৈল্পিক নিদর্শন। প্রতিটি মূর্তিতে থাকবে শিল্পের নিপুণ ছোঁয়া ও কারুকার্য। এখানে সাম্প্রতিক সময়ের অধিকাংশ তারকার মূর্তি থাকবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকার সঙ্গে কর্তৃপক্ষের এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া রাজনীতিবিদ ও খেলোয়াড়দের মূর্তিও এখানে স্থান পাবে। এএফপি।
From: ProthomAlo.12/08/2011
হংকং, লাস ভেগাস, নিউইয়র্ক, আমস্টারডাম, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত শহরগুলোতেও মাদাম তুসো জাদুঘরের শাখা রয়েছে।
সিডনির ডারলিং হারবারে আগামী বছরের মে মাসে খোলা হবে লন্ডনের অন্যতম আকর্ষণ মাদাম তুসো জাদুঘরের শাখা। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় মাদাম তুসো জাদুঘরেও থাকবে তাদের ২০০ বছরের ঐতিহ্য ও গবেষণার শৈল্পিক নিদর্শন। প্রতিটি মূর্তিতে থাকবে শিল্পের নিপুণ ছোঁয়া ও কারুকার্য। এখানে সাম্প্রতিক সময়ের অধিকাংশ তারকার মূর্তি থাকবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকার সঙ্গে কর্তৃপক্ষের এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া রাজনীতিবিদ ও খেলোয়াড়দের মূর্তিও এখানে স্থান পাবে। এএফপি।
From: ProthomAlo.12/08/2011
No comments:
Post a Comment