Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Wednesday, May 9, 2012

আল-কায়েদার নতুন অস্ত্র ‘অন্তর্বাস বোমা’

২০০১ সালে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে বিমান হামলা চালিয়ে বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছিল আল-কায়েদা। গত বছর সংগঠনটির প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে মার্কিন হামলায় নিহত হলেও এখনো নিত্যনতুন কায়দায় পশ্চিমা
বিশ্বের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আল-কায়েদা। আর এবার তাদের অস্ত্রভান্ডারে যোগ হয়েছে নতুন প্রযুক্তির এক বোমা। সম্প্রতি, অন্তর্বাস বোমা নামে পরিচিতি এ বোমাটির খবর পাওয়া গেছে আল-কায়েদার ইয়েমেন শাখার মাধ্যমে। বোমাটিতে এতই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যে বিমানবন্দরের তল্লাশি যন্ত্রেও এটি ধরা পড়েনি। এফবিআই ও সিআইএ অভিযান চালিয়ে ১০ দিন আগে বোমাটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এভাবে এবারের মতো আরেকটি হামলার পরিকল্পনা নস্যাত্ করে দিতে পারলেও আল-কায়েদার নতুন এ বোমাটি উদ্বিগ্ন করে তুলেছে পশ্চিমা বিশ্বকে।
এ মাসেই নতুন প্রযুক্তির এই অন্তর্বাস বোমার সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি জেট-বিমানকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন ফাহাদ মোহাম্মদ আহমেদ আল-কুসো। অনুমান করা হচ্ছে, লাদেন হত্যার এক বছর পূর্তি স্মরণ করেই করা হয়েছিল এ হামলার পরিকল্পনা। কিন্তু আমেরিকার এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারেনি মার্কিন ড্রোন হামলায়। দক্ষিণ ইয়েমেনের প্রত্যন্ত অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় মারা যান আল-কুসো। তবে এবারের মতো এ পরিকল্পনা সফল না হলেও নতুন এই বোমাটির ধরন উদ্বিগ্ন করে তুলেছে মার্কিন সামরিক কর্মকর্তাদের। দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার এক জ্যৈষ্ঠ কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদি তারা এ রকম একটা বোমা বানাতে পারে, তাহলে হয়তো আরও বেশিও বানাতে পারবে। আর এটাই সবচেয়ে ভয়ের কথা।’
এখন এফবিআই এই নতুন ধরনের বোমাটি তদন্ত করে দেখছে। এ বোমাটিতে কোনো ধাতব পদার্থ নেই বলে অনুমান করা হচ্ছে। কারণ, ধাতব কোনো পদার্থ থাকলে তা বিমানবন্দরের শরীর-তল্লাশি যন্ত্রে অবশ্যই ধরা পড়ত। অবশ্য বিশ্বের উন্নত কিছু বিমানবন্দরে ব্যবহূত আধুনিক তল্লাশি যন্ত্রে এটা ধরা পড়বে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত বোমাটির গঠন বা কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি মার্কিন সামরিক কর্মকর্তারা।
২০০৯ সালে প্রথম অন্তর্বাস বোমা হামলার পরিকল্পনা চালায় আল-কায়েদা। সৌদি আরব বংশোদ্ভূত ইব্রাহিম আল-আসিরি ছিলেন এ বোমার প্রধান পরিকল্পনাকারী।—ডেইলি মেইল অনলাইন

সূত্র: প্রথমআলো.কম, 09/05/2012

No comments:

Post a Comment