জ্যোতিষতত্ত্ব ও হোমিওপ্যাথি চিকিত্সাব্যবস্থাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন ভারতীয় নোবেলজয়ী ভেংকটরমন রামাকৃষ্ণান।
চেন্নাইয়ে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ড. রামাকৃষ্ণান অভিমত দেন, জ্যোতিষতত্ত্ব ও হোমিওপ্যাথি বিশ্বাসের ওপর নির্ভর করে চলছে। ২০০৯ সালে রসায়নশাস্ত্রে নোবেল জয় করেন তামিলনাড়ুতে জন্ম নেওয়া এই বিজ্ঞানী।
রামাকৃষ্ণান বলেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতি মিথ্যে বিশ্বাসের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। যে পদ্ধতিতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয় না, একে বৈজ্ঞানিক পদ্ধতি বলা যায় না।’
জ্যোতিষতত্ত্ব ও হোমিওপ্যাথি চিকিত্সা সম্পর্কে রামাকৃষ্ণান বলেন, প্রাণঘাতী এইডস ও ক্যানসারের মতো রোগের ক্ষেত্রেও হোমিওপ্যাথি চিকিত্সা প্রয়োগ করা হচ্ছে। অথচ এ ক্ষেত্রে প্রয়োজন কার্যকর ওষুধ। আর সিদ্ধান্তকে প্রভাবিত করতে ব্যবহূত হচ্ছে জ্যোতিষতত্ত্ব।
রামাকৃষ্ণানের মূল্যায়ন, যুক্তি ও গভীর চিন্তার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি থেকে মানুষকে দূরে ঠেলে দিচ্ছে জ্যোতিষতত্ত্ব ও হোমিওপ্যাথি। কুসংস্কারে আচ্ছন্ন সংস্কৃতির লোকজন বৈজ্ঞানিক পদ্ধতির বদলে এই খারাপ পদ্ধতিগুলোর ওপর বেশি নির্ভর করে। ওয়েবসাইট
No comments:
Post a Comment