পাখির নাম সাপপাখি। আশ্চর্য বটে! এমন নাম পাখির হয়? ইংরেজি নামেরও নেই হেরফের, 'স্নেকবার্ড' নাম। পানকৌড়ি প্রজাতির এ পাখির লম্বা গলা হুবহু সাপ আকৃতির। শরীরটা যখন জলের তলায় অথবা ঝোপ-জঙ্গল কিংবা কচুরিপানার ভেতর লুকিয়ে রেখে গলাটা সামনে বাড়িয়ে দেয়, দূর থেকে এদের দেখে তখন সাপই মনে হয়। এমনই অদ্ভুত মিল পাখিগুলোর গোলাকৃতির গলার সঙ্গে সাপের। অপর দিকে সাপপাখির শরীর, বর্ণ, আকৃতি পানকৌড়ির মতো। গলাটা কেটে দিলে যে কেউই বলবে এটি পানকৌড়ির মাথা। সাপপাখির ডানার পালকগুলো কুচকুচে কালো। মাথা থেকে গলার শেষপ্রান্ত পর্যন্ত লালচে বাদামি। চোখের বলয়টা সাদা। সাদা বলয় থেকে হলদেটে বর্ণ ঘাড়ে গিয়ে ঠেকেছে। পানকৌড়ির ঠোঁট যেমন বড়শির মতো বাঁকানো, এদেরটা তেমনি সম্পূর্ণ বিপরীত। সোজা সুচালো। টোঁটের বর্ণ হলুদ। তদ্রূপ পায়ের পাতার বর্ণও। পায়ের পাতা অন্যসব জলচর পাখির মতো জোড়া লাগানো। দেখতে হাঁসের পা মনে হয়।
Accounting
হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর
Honours & Masters Result
নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে
রাশিফল জানতে চান?
তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....
Saturday, June 18, 2011
Wednesday, June 15, 2011
৫০০ ধারালো কাঁটা
গায়ে ডোরাকাটা দাগ, প্রায় ৫০০ ধারালো কাঁটা। গায়ে হাত দিলেই যেন কাঁটা ফুটবে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে গতকাল মঙ্গলবার এ মাছটি এক জেলের জালে ধরা পড়ে।
স্থানীয় জেলেরা এর আগে এমন মাছ দেখেননি বলে জানান। পরে বিরল প্রজাতির এ মাছটি জেলা মৎস্য অফিসে নিয়ে গেলেও এটি কী মাছ কেউ বলতে পারেননি। জালে ধরা পড়ার সাত ঘণ্টা পরও জীবিত ছিল মাছটি।
স্থানীয় জেলেরা এর আগে এমন মাছ দেখেননি বলে জানান। পরে বিরল প্রজাতির এ মাছটি জেলা মৎস্য অফিসে নিয়ে গেলেও এটি কী মাছ কেউ বলতে পারেননি। জালে ধরা পড়ার সাত ঘণ্টা পরও জীবিত ছিল মাছটি।
নিরামিষ ভোজন
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
নিরামিষ ভোজন স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম উপায়, সন্দেহ নেই। এ দেশে নিরামিষ খাওয়ার চল বাড়ছে, যুক্তরাষ্ট্রের মতো দেশে ৪০ লাখ লোক নিরামিষভোজী। নিরামিষভোজীদের বডি মাস ইনডেস্ক (বিএমআই) কম, কোলেস্টেরল কম, টাইপ-২ ডায়াবেটিস ও করোনারি হূদরোগের ঝুঁকি কম।
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
নিরামিষ ভোজন স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম উপায়, সন্দেহ নেই। এ দেশে নিরামিষ খাওয়ার চল বাড়ছে, যুক্তরাষ্ট্রের মতো দেশে ৪০ লাখ লোক নিরামিষভোজী। নিরামিষভোজীদের বডি মাস ইনডেস্ক (বিএমআই) কম, কোলেস্টেরল কম, টাইপ-২ ডায়াবেটিস ও করোনারি হূদরোগের ঝুঁকি কম।
Tuesday, June 14, 2011
ছোট হয়ে আসছে মস্তিষ্ক
বুদ্ধিশক্তির কারণে মানুষ পৃথিবীর তাবৎ প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠ। এভারেস্ট বিজয়, চাঁদে অবতরণ ইত্যাদি কারণে আমরা আমাদের পূর্বপুরুষদের চেয়ে অনেক এগিয়ে। নৃবিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন, প্রাচীনকাল অর্থাৎ সেই গুহামানবদের সময় থেকেই মানুষের মস্তিষ্কের আকার ক্রমেই বড় হয়েছে। আর মস্তিষ্কের আকার যত বড় হয়েছে, ততই বড় হয়েছে মানুষের বুদ্ধি ও কর্মক্ষমতা। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। নৃবিজ্ঞানীদের এ বক্তব্য সত্যি হলে তা হবে মানবজাতির জন্য চিন্তা ও বিপর্যয়ের। গবেষণার ফলাফল উদৃব্দত করে নৃবিজ্ঞানীরা বলছেন, আধুনিক আরাম-আয়েশের সঙ্গে কমে আসছে মস্তিষ্কের আকার আর কর্মক্ষমতা।
শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বিনা মূল্যে
দেশের যেকোনো প্রান্তে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট বিনা মূল্যে তৈরি করে দেবে ইউনিমেশন নেটওয়ার্কস। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যথাযথ কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে এ ওয়েবসাইট তৈরি করা হবে। পরে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস লেকচার, হ্যান্ডনোট ও হোমওয়ার্ক অনলাইননির্ভর করার কাজেও সহায়তা করবে তারা।
ই-মেইল: sales_unimationgroup.com|
ই-মেইল: sales_unimationgroup.com|
সবচেয়ে উঁচুতে ওড়া পাখি
পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট। এভারেস্টে আরোহণ নিয়ে মানুষের কতই না আয়োজন। ইতিমধ্যে এ পর্বতের শীর্ষে আরোহণ করেছেন দুজন বাংলাদেশিও। কিন্তু কোনো পাখির এ পর্বতে আরোহণের কথা শুনেছেন? না। তাহলে আপনি জেনে আনন্দিত হবেন, এশিয়ারই প্রাচীন পাখি মাথায় দাগওয়ালা রাজহংসী হিমালয় পর্বতমালা ডিঙিয়ে চলে অনায়াসেই।
সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায়, মাথায় দাগওয়ালা এ রাজহংসী পৃথিবীর সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারা পাখি। মাত্র আট ঘণ্টায় হিমালয় পর্বত পাড়ি দিতে পারে এ পাখি।
সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায়, মাথায় দাগওয়ালা এ রাজহংসী পৃথিবীর সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারা পাখি। মাত্র আট ঘণ্টায় হিমালয় পর্বত পাড়ি দিতে পারে এ পাখি।
তারাখেকো তারা
মহাকাশে তারা বা নক্ষত্রের অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে এত দিন বিভিন্ন ধারণা কাজ করত। মনে করা হতো, কোনো অলৌকিক কারণে এসব নক্ষত্র হারিয়ে যায়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা এ ধারণা ভেঙে দিয়েছেন। তাঁরা বলছেন, আসলে ছায়াপথ পরিক্রমায় এসব নক্ষত্র তুলনামূলকভাবে বৃহদাকার অন্য কোনো নক্ষত্রের বক্ষপুটে আশ্রয় নেয়। সোজা কথায় তারাখেকো 'ভ্যাম্পায়ার' নক্ষত্র ওই সব তারাকে খেয়ে ফেলে। এরপর তারাখেকো তারাগুলো নতুন রূপ ধারণ করে। বিষয়টি নিয়ে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটির সভায় এ বিষয়ে একটি একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আজ ১০০ মিনিটের চন্দ্রগ্রহণ
অদ্য বুধবার (১৫ জুন) পূর্ণ চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সর্বত্র গ্রহণটি দেখা যাবে। রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। ১২টা ২৩ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়ে তা পূর্ণতা পাবে রাত ২টা ১২ মিনিটে। চন্দ্রগ্রহণটি ১০০ মিনিট স্থায়ী হবে। পূর্ণ গ্রহণ শেষ হবে ভোর ৪টা ২ মিনিটে এবং ভোর ৫টায় এর উপচ্ছায়া শেষ হবে।
রোদ থেকে ত্বক বাঁচাতে
রোদ থেকে রেহাই পেতে কত কিছুই না করি। তবুও শেষ রক্ষা হয় না। গরম আর রোদ মিলে ত্বকের ওপর বেশি প্রভাব ফেলে। এতে যেমন ত্বকের ঔজ্জ্বল্য কমে যায়, তেমনি কালো ছোপ ছোপ দাগ, রোদে পোড়া ভাব, চোখের নিচে কালচে হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে পরামর্শ দিয়েছেন হারমনি স্পার রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা।
Sunday, June 12, 2011
মহাকাশে শসা চাষ!
মহাকাশে শসা উৎপাদনের ঘোষণা দিয়েছেন জাপানি মহাকাশচারী সাতোশি ফুরুকাওয়া। ইউরোপের জার্মানিসহ বিভিন্ন দেশে বিষাক্ত ও ভেজাল শাক-সবজির মাধ্যমে ই-কোলাই নামক রোগে আক্রান্ত হয়ে অন্তত ২২ জনের প্রাণহানি ও দুই হাজার দুইশ'রও বেশি লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কোটি কোটি উদ্বিগ্ন ভোক্তা যখন শসা জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ওই জাপানি
মহাকাশচারীর এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। খবর এপি, কানাডিয়ান প্রেস ও সিবিসি নিউজের।জানা গেছে, পেশায় চিকিৎসক জাপানি ওই মহাকাশচারী মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সেখানে প্রায় ছয় মাস অবস্থান করবেন তিনি। এ যাত্রায় তার অন্য দুই সঙ্গী হলেন রাশিয়ান নভোচারী সারগেই ভলকোভ ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী মাইকেল ফশাম। সাতোশি ফুরুকাওয়া গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ভবিষ্যতে মহাকাশচারীরা কীভাবে নিজেদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিজেরাই মহাকাশে উৎপাদন করবেন, তার পরীক্ষাস্বরূপ তিনি মহাকাশে এ ধরনের সবজি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'আমরা আমাদের উৎপাদিত শসা মহাকাশে বসে
মহাকাশচারীর এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। খবর এপি, কানাডিয়ান প্রেস ও সিবিসি নিউজের।জানা গেছে, পেশায় চিকিৎসক জাপানি ওই মহাকাশচারী মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সেখানে প্রায় ছয় মাস অবস্থান করবেন তিনি। এ যাত্রায় তার অন্য দুই সঙ্গী হলেন রাশিয়ান নভোচারী সারগেই ভলকোভ ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী মাইকেল ফশাম। সাতোশি ফুরুকাওয়া গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ভবিষ্যতে মহাকাশচারীরা কীভাবে নিজেদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিজেরাই মহাকাশে উৎপাদন করবেন, তার পরীক্ষাস্বরূপ তিনি মহাকাশে এ ধরনের সবজি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'আমরা আমাদের উৎপাদিত শসা মহাকাশে বসে
ভয়ংকর বৃক্ষ!
প্রকৃতি কখনও কখনও খেয়ালি আচরণ করে, যার কার্যকারণ খুঁজে পাওয়া মুশকিল। হ্যারি পটার ছবিতে আমরা দেখেছি ঝাঁকড়া চুলের মতো উইলো গাছ, গাছেদের হাঁটাচলা। বাস্তবে তো আর সেসব সম্ভব নয়। গাছকে মাটি আঁকড়ে পড়ে থাকতে হয় তার আয়ুষ্কাল পর্যন্ত। ইংল্যান্ডের সাফোকে স্টাওলাঙ্কটাক হল নামে একটি নার্সিং হোম আছে। এর চৌহদ্দিতে এমন এক গাছ আছে যাকে দেখলে বাচ্চারা ভয়ে দু'হাত দিয়ে চোখ ঢাকবে। দ্বিতীয়বার ও-পথ মাড়াবে না। এমন এক
Subscribe to:
Posts (Atom)