পৃথিবীতে বড় ধরনের সৌরঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই সৌরঝড়ের আঘাতে বিদ্যুৎ সরবরাহ, উপগ্রহ যোগাযোগ এবং বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সৌরঝড়। সৌরঝড়ের প্রভাবে বিপুল পরিমাণ চার্জিত বিদ্যুৎ কণা পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চলতি সপ্তাহের প্রথম দিকে সূর্যের উপরিতলে সংঘটিত বিস্ফোরণের ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এই সৌরঝড় জ্যোতির্বিদদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া পরিষ্কার থাকলে পৃথিবীর উত্তর অক্ষাংশ বরাবর আকাশে সৌরঝড়ের ফলে সৃষ্ট আলোর শিখা দেখা যাবে। এদিকে, মেরু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে বলে ওই সময়ে এসব রুটে চলাচলকারী বিমানগুলিকে ভিন্ন পথ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে মার্কিন ‘ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ বিশেষজ্ঞ জোসেফ কানচস বলেন, সৌরঝড়টি একেবারে আমাদের নাকের ওপর আঘাত করবে। এই ঝড়ের প্রভাবে চার্জিত কণাগুলি ঘণ্টায় ৪০ লাখ মাইল বেগে পৃথিবীর উপর আছড়ে পড়বে। আগামী শুক্রবার সকাল পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: মানবজমিন.কম, ০৮/০৩/২০১২