মুরগি নাকি ডিম? কোনটি আগে? না, এখন এটা আর শুধু সাধারণ মানুষের প্রশ্ন নয়, এর উত্তর খুঁজে ফিরছেন বিজ্ঞানীরাও৷ আর এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, সম্ভবত মুরগিই আগে৷
ঢাকা, ১০ আগস্ট: এ যেন মঙ্গলের মাটিতে এক টুকরো পৃথিবী। তবে শস্যশ্যামলা নয়, ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির মতোই রুক্ষ লালগ্রহের সেই ‘দুনিয়া’। অন্তত সে রকমটাই ধরা পড়েছে মঙ্গলের নতুন ‘বাসিন্দা’ ‘মিস কৌতূহলের’ চোখে। এবং সঙ্গে সঙ্গেই সেই ছবি সে পাঠিয়ে দিয়েছে নাসার
তাইওয়ানে প্রথমবারের মতো গতকাল দুই নারী বৌদ্ধ ধর্মমতে একে ওপরকে বিয়ে করেছেন। এর মাধ্যমে এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে সমলিঙ্গে বিয়ের বৈধতার পথ সুগম হলো বলে অনেকে মনে করছেন। ফিস হুয়াং এবং তার সঙ্গী ইউ ইয়া-টিং দু’জনেই ঐতিহ্যবাহী বিয়ের সাদা গাউন পরে বুদ্ধমূর্তির সামনে একে ওপরকে গ্রহণ করার মন্ত্র পাঠ করেন। ৩০ বছর বয়সী নবদম্পতি যুগলের আশীর্বাদের জন্য প্রায় ৩০০ বৌদ্ধ ভিক্ষু প্রার্থনা করেন।