Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, August 12, 2012

তাইওয়ানে প্রথম দুই নারীর বিয়ে


তাইওয়ানে প্রথমবারের মতো গতকাল দুই নারী বৌদ্ধ ধর্মমতে একে ওপরকে বিয়ে করেছেন। এর মাধ্যমে এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে সমলিঙ্গে বিয়ের বৈধতার পথ সুগম হলো বলে অনেকে মনে করছেন। ফিস হুয়াং এবং তার সঙ্গী ইউ ইয়া-টিং দু’জনেই ঐতিহ্যবাহী বিয়ের সাদা গাউন পরে বুদ্ধমূর্তির সামনে একে ওপরকে গ্রহণ করার মন্ত্র পাঠ করেন। ৩০ বছর বয়সী নবদম্পতি যুগলের আশীর্বাদের জন্য প্রায় ৩০০ বৌদ্ধ ভিক্ষু প্রার্থনা করেন।
এ বিয়ে পরিচালনাকারী নারী বৌদ্ধ ভিক্ষু শিন ছাও-হুই এ বিয়েকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করা শিন ছাও-হুই বলেছেন, আমরা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইলাম। সামাজিক বৈষম্য প্রতিহত করে এ দুই নারী একে ওপরের জন্য লড়াই করতে প্রত্যয় ব্যক্ত করেছেন। দু’জনের পরিবারের পক্ষে কেউই তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন না। এতেই প্রতীয়মান হয় সমকামীরা আসলে পরিবার এবং সমাজের কাছ থেকে কি ধরনের চাপের মুখে রয়েছেন। বিয়ের ঠিক আগ মুহূর্তে হুয়াং বলেছিলেন, আমাদের বাবা-মা আসলে আমাদের বিয়েতে পাশে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তারা উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, মিডিয়াকে মানুষ নানাভাবে গ্রহণ করেন। আমরা এ ব্যাপারে তাদের আরও সময় দিতে চাই। আমরা আশা করি বৌদ্ধ ভিক্ষুর এ স্বীকৃতির মাধ্যমে অনেকেরই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। আমরা আশা করছি সরকার খুব শিগিগিরই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেবেন। পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানকে সবচেয়ে উদার সংস্কৃতির দেশ হিসেবে গণ্য করা হয়। তাইওয়ানের সমকামী বিভিন্ন সংগঠন গত কয়েক বছর ধরেই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এ ব্যাপারে জনসচেতনা বাড়াতে গত বছর একই সঙ্গে ৮০ জন নারী সমকামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেখানে তাদের আত্মীয়স্বজন বন্ধবান্ধব এবং উৎসাহী জনতাসহ প্রায় ১০০০ মানুষ উপস্থিত ছিলেন। তাইওয়ানে মন্ত্রিসভা ২০০৩ সালে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়ে এবং সমকামীদেরকে সন্তান দত্তক নেয়ার অনুমতি দিয়ে একটি বিতর্কিত বিলের খসড়া উত্থাপন করেছে। তবে প্রেসিডেন্ট মা ইং-জেউ বলেছেন এ ধরনের কোন আইন নিয়ে অগ্রসর হওয়ার আগে সরকারকে জনমত যাচাই করতে হবে।\
 সূত্র: বিডিনিউজ২৪.কম,১২/০৮/২০১২

No comments:

Post a Comment