সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের দেড় বছরের মাথায় শ্রেণীকক্ষ ও বারান্দার মেঝে ধসে প্রায় নয় ফুট গভীর হয়ে গেছে। ভয়ে শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে না বলে অভিভাবকেরা জানিয়েছেন।
ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভবনের দুটি কক্ষে ছাত্রছাত্রীদের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি এর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের লিখিত অভিযোগ করে। কিন্তু কর্তৃপক্ষ কাজের মান নিয়ন্ত্রণ না করায় ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ছে। ১৩ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি ২০১০ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভবনের দুটি কক্ষে ছাত্রছাত্রীদের পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি এর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের লিখিত অভিযোগ করে। কিন্তু কর্তৃপক্ষ কাজের মান নিয়ন্ত্রণ না করায় ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়ছে। ১৩ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি ২০১০ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।