সম্প্রতি গবেষকরা এমন এক জাতের গাছের সন্ধান পেয়েছেন, যেটি নিজের বীজ নিজেই রোপণ করে। নতুন প্রজাতির ক্ষুদে এ গাছটির সন্ধান মিলেছে ব্রাজিলে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।
রাটজার্স ইউনিভার্সিটি, স্টেস ইউনিভার্সিটি অ্যাট ফ্রেইরা দা সান্তানা এবং ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এ ক্ষুদে গাছটিকে নতুন প্রজাতি বলে নিশ্চিত করেছেন।