Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, October 23, 2011

চাকরির তদবিরে মন্ত্রী এমপির ডিও লেটার


এলাকার উন্নয়নে মন্ত্রী-এমপিরা হরহামেশা 'ডিও লেটার' (চাহিদাপত্র) দিয়ে থাকেন। নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগণের দাবি পূরণে মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানে তারা দেন-দরবার করেন। কিন্তু চাকরিতে নিয়োগ দিতেও এখন অবৈধভাবে 'ডিও লেটার' দেওয়া হচ্ছে। সরকারি, আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হলেও কোনো ধরনের নীতি-নৈতিকতার ধার না ধেরে পিডিবিতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য মন্ত্রী ও এমপিরা ডিও লেটার পাঠাচ্ছেন। ফলে জনবল নিয়োগে রাষ্ট্রীয় সংস্থাটিতে এখন রীতিমতো তদবিরের হাট বসেছে। নিয়োগ নিয়ে চলছে বাণিজ্য। তদবিরের ক্ষেত্রে পিছিয়ে নেই সরকারি দলের প্রভাবশালী নেতারাও। নিয়োগপ্রার্থীর পরীক্ষার প্রবেশপত্রের সঙ্গে মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতাদের ভিজিটিং কার্ড জুড়ে দিয়ে কিংবা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপির ওপর মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতারা জোর সুপারিশ করেও তদবির চালাচ্ছেন। শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি সহকারী পরিচালক (প্রশাসন) পদের এক নিয়োগ প্রার্থীর পক্ষে পিডিবির চেয়ারম্যানকে ডিও দিয়েছেন। খুলনার তেরখাদার মোঃ নূরউদ্দীন শেখের ছেলে মোঃ রকিবুল ইসলামের জন্য সুপারিশ করে ডিওতে তিনি লিখেছেন, "সে আওয়ামী পরিবারের সদস্য এবং তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। উলি্লখিত প্রার্থীকে 'সহকারী পরিচালক (প্রশাসন)' পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।" শুধু এই প্রার্থী নয়, এমন আরও বেশ কয়েকজনের জন্য তদবির করেছেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী