অন্ধকারে মোমের বাতি জ্বালালে উজ্জ্বল শিখায় আলোকিত হয় চারপাশ। মোমের শিখার এই ঔজ্জ্বলতার মধ্যেও রহস্য রয়েছে। আর সে রহস্যটিই খুঁজে বের করেছেন বলে দাবি করেছেন স্কটল্যান্ডের গবেষকরা। গবেষকদের মতে, মোমবাতির শিখায় রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র হীরার কণা যা আলোর সৃষ্টি করে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
Accounting
হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর
Honours & Masters Result
নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে
রাশিফল জানতে চান?
তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....
Sunday, August 28, 2011
এলিয়েনদের পৃথিবী আক্রমণের আশংকা
আজ অব্দি এলিয়েন বা ভিনগ্রহের কোনো প্রাণীর কোনো খোঁজ পাননি নাসার গবেষকরা। তারপরও তারা এলিয়েনদের কাছ থেকে পুথিবীতে হামলার আশংকা করছেন। গবেষকদের আশংকা, এলিয়েনরা যে কোনো সময় হয়তো পৃথিবীতে এসে পড়বে এবং তছনছ করে দিয়ে যাবে মানুষের আবাসস্থলটিকে। খবর ডেইলি মেইল-এর।
১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল
সৌর প্যানেল সব সময় সমতল হতে হবে এমন কোনো কথা নেই। সম্প্রতি গাছ আকৃতির সৌর প্যানেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোর। তিনি গাছের ডালের মতো করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সমতল প্যানেলের চাইতে দ্বিগুণ আলো সংগ্রহ করতে পারে। খবর সিনেট-এর।
পৃথিবীতে মোট প্রজাতি ৮৭ লাখ
সম্প্রতি কানাডার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে প্রায় ৮৭ লাখ প্রজাতির বাস। কিন্তু বিশাল এ প্রজাতির মধ্যে মাত্রই এক চতুর্থাংশের খোঁজ পাওয়া গেছে, বাকি বারো আনা প্রজাতিই এখনো পর্যন্ত অজানা। খবর রয়টার্স-এর।
গবেষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্রই ১৯ লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রের নিচে খোঁজ পাওয়া সাইক্লেডিয় যুগের ফ্রগফিশ, বা চোখহীন চুলওয়ালা চিংড়ি এতোদিন ধারণার বাইরেই ছিলো।
গবেষকরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্রই ১৯ লাখ প্রজাতির খোঁজ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রের নিচে খোঁজ পাওয়া সাইক্লেডিয় যুগের ফ্রগফিশ, বা চোখহীন চুলওয়ালা চিংড়ি এতোদিন ধারণার বাইরেই ছিলো।
ঈশ্বর কণা অস্তিত্বহীন!
খবর রটেছিলো, ঈশ্বর কণার খোঁজ পাওয়া গেছে। কিন্তু তা ছিলো নিছকই গুজব। সে সময় সার্ন-এর গবেষকরা এ কণার অস্তিত্ব নিশ্চিত করতে পারেননি। তবে, এবারে গবেষকরা মুখ খুলেছেন। তারা বলছেন, ঈশ্বর কণার কোনো অস্তিত্বই নেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুলাই মাসে গবেষকরা বলেছিলেন, ‘হয়তো মাহেন্দ্রক্ষণ খুব কাছেই। আমরা শিগগিরই সুসংবাদ দেবো’। তবে, গবেষকরা সুসংবাদ দিতে না পারলেও এখনো আশা ছাড়ছেন না বলেই জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জুলাই মাসে গবেষকরা বলেছিলেন, ‘হয়তো মাহেন্দ্রক্ষণ খুব কাছেই। আমরা শিগগিরই সুসংবাদ দেবো’। তবে, গবেষকরা সুসংবাদ দিতে না পারলেও এখনো আশা ছাড়ছেন না বলেই জানা গেছে।
মিল্কিওয়েতেই হীরক গ্রহ!
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে এমন একটি গ্রহ যেটি আস্ত একখণ্ড হীরা। গবেষকরা বলছেন, এটিই সম্ভবত এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড়ো পাথর বা হীরকখন্ড। খবর ডেইলি মেইল-এর।
ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর গবেষকরা এই হীরার তৈরি গ্রহটির সন্ধান পেয়েছেন। এটি পৃথিবী থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরের সার্পেন বা সর্পিল নক্ষত্রমণ্ডলে অবস্থিত।
গবেষকরা জানিয়েছেন, গ্রহটি আকারে পৃথিবী থেকে ৫ গুণ বড় এবং ঘনত্বে প্রায় বৃহস্পতি গ্রহের সমান। এটি মুলত অক্সিজেন এবং কার্বন দিয়ে তৈরী।
অ্যামাজনের নিচে আরো বড়ো অন্তঃসলিলা
মিশরের নীলনদের পরই সবচেয়ে দীর্ঘতম নদীটির নাম অ্যামাজন। সম্প্রতি জানা গেছে, অ্যামাজন নদীর হাজার হাজার ফুট নীচে প্রবাহিত হচ্ছে আরো একটি বিশাল অন্তঃসলিলা নদী।
পৃথিবীর প্রাচীনতম ফসিল আবিষ্কার
সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা ৩.৪ বিলিয়ন বছরেরও আগের অক্সিজেনবিহীন পৃথিবীতে বেড়ে ওঠা ব্যাকটেরিয়ার ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেছেন। আর গবেষকদের খোঁজ পাওয়া ব্যাকটেরিয়ার এ ফসিলই মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা বিষয়ে গবেষকদের আশাবাদী করে তুলেছে। খবর রয়টার্স-এর।
খনিতে আর পুলিশে কাজ সবচেয়ে বিপজ্জনক
যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ লেবার'র পরিসংখ্য এ ধারণা দিয়েছে।
ব্যুরোর তথ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানার খনিতে কাজের সময় গুরুতর আহতের হার ৭৪ শতাংশ বেড়ে ২০১০ সালে ১৭২ জনে দাঁড়িয়েছে। ২০০৯ সালে এব খনিতে আহত হয়েছিল ৯৯ জন।
মেক্সিকো উপসাগরে গত বছর এপ্রিলে তেল খনি বিস্ফোরিত হয়ে ১১
নিউ ইয়র্কে আইরিনের তাণ্ডব
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দুমড়ে মুচড়ে দেওয়ার পর দেশটির সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আইরিন।
Subscribe to:
Posts (Atom)