দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের নার্সারি, কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এ জন্য সরকার একটি বিধিমালা চূড়ান্ত করেছে। এর আওতায় সব কিন্ডারগার্টেনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে।
বিধিমালাটি গেজেট আকারে ছাপার জন্য ১৪ আগস্ট ছাপাখানায় পাঠানো হয়েছে। এতে বিদ্যালয়ের নিবন্ধনের জন্য এলাকাভেদে আলাদা পরিমাণ টাকা, ভবন ও সংরক্ষিত তহবিলসহ বেশকিছু শর্তের বিধান রাখা হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো ইচ্ছামতো কার্যক্রম চালাচ্ছে। আমরা এগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনতে চাই। সে জন্যই নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’