‘যাঁরা হট সিটে বসার সুযোগ পাবেন না, তাঁরা হতাশ না হয়ে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। তাঁদের জন্য থাকবে ঘরে বসে লাখপতি হওয়ার সুযোগ। অনুষ্ঠান চলাকালে দর্শকের জন্য থাকবে প্রশ্ন। এ প্রশ্নের উত্তর দিয়েই ঘরে বসে হওয়া যাবে লাখপতি’—গতকাল বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে আয়োজিত ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠান শুরুর পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন আসাদুজ্জামান নূর। তিনি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রিয়েলটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশি সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’র সঞ্চালক।
Accounting
হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর
Honours & Masters Result
নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে
রাশিফল জানতে চান?
তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....
Friday, July 1, 2011
Thursday, June 30, 2011
ফিলিপাইনে শত শত নতুন প্রাণী ও উদ্ভিদের সন্ধান
ফিলিপাইনে শত শত নতুন প্রজাতির জীব ও উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। সে দেশের উপকূল, বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলের জঙ্গল (রেইন ফরেস্ট) এবং পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালিয়ে এসব জীব ও উদ্ভিদের সন্ধান পান মার্কিন নেতৃত্বাধীন একটি জীববৈচিত্র্য জরিপ সংস্থার গবেষকেরা।
Wednesday, June 29, 2011
ফেসবুককে টেক্কা দিতে গুগল প্লাস
ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে গুগল ইনকরপোরেশন। সামাজিক যোগাযোগের নেটওয়ার্কের বাজার ধরতে ফেসবুকের আদলে প্রতিষ্ঠানটি তৈরি করছে গুগল প্লাস।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগল প্লাস বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটা ফেসবুকের আদলেই তৈরি করা হচ্ছে। এতে প্রোফাইল ছবি এবং নিউজফিডের বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের নতুন বন্ধু অথবা যোগাযোগের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগল প্লাস বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটা ফেসবুকের আদলেই তৈরি করা হচ্ছে। এতে প্রোফাইল ছবি এবং নিউজফিডের বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের নতুন বন্ধু অথবা যোগাযোগের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকবে।
Tuesday, June 28, 2011
Subscribe to:
Posts (Atom)