যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো সবচেয়ে কম বয়সে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয় করে নতুন রেকর্ড গড়েছেন।
রোমেরো (১৫) গত শনিবার অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট ভিনসন মাসিফ জয় করেন। এর মাধ্যমে ছয় বছর ধরে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের অভিযানের সফল সমাপ্তি ঘটাল রোমেরো।
রোমেরো (১৫) গত শনিবার অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট ভিনসন মাসিফ জয় করেন। এর মাধ্যমে ছয় বছর ধরে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের অভিযানের সফল সমাপ্তি ঘটাল রোমেরো।
রোমেরোর দলে তার বাবা ও সত্ মা-ও আছেন। আজ রোববারের মধ্যে তাঁরা মাউন্ট ভিনসনের বেস ক্যাম্পে ফিরে যাওয়ার আশা করছেন।
ক্যালিফোর্নিয়ার এই বালক ১০ বছর বয়সে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো এবং ১৩ বছর বয়সে জয় করেন বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। গত শনিবার ভিনসন মাসিফে উঠেই রোমেরো তার মা লেই অ্যান ড্রেককে ফোন করেন।
এর মাধ্যমে রোমেরো ব্রিটিশ পর্বতারোহী জর্জ অ্যাটকিনসনের গড়া সাত মহাদেশের সাত সর্বোচ্চ চূড়া জয়ের আগের রেকর্ডটি ভাঙলেন। অ্যাটকিনসন ১৬ বছর বয়সে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি চূড়া জয় করেন।
এর আগে রোমেরো তার ব্লগ ‘ফাইন্ড ইউর এভারেস্ট’ বলেছিলেন, ভিনসন মাসিফ জয়ের আগে কোনো আনন্দ উদযাপন নয়।
রোমেরো ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কোজিয়াসকো, জুলাই মাসে রাশিয়ার মাউন্ট এলব্রুস, একই বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকঙ্কাগুয়া, ২০০৮-এর জুনে যুক্তরাষ্ট্রের মাউন্ট ম্যাককিনলে, ২০০৯-এর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার কারস্টেনজ পিরামিড জয় করেন। বিবিসি
সূত্র: প্রথমআলো.কম
No comments:
Post a Comment