মানুষ যেমন বিচিত্র তেমনি অদ্ভুত তার মন। তার চেয়েও বেশি আজব তার কাজ। কৌতুহলের যেন তার নেই কোন সীমা পরিসীমা। এই কৌতূহল মেটাতে মানুষ কত কিছুই না করে চলছে। মানুষের কাজ যেমন সৃষ্টিধর্মী তেমনি ধ্বংসাত্মক।
তারা মহাশূন্যে হোটেল নির্মাণের পাশাপাশি পৃথিবীতেও গড়ে তুলেছে বরফের হোটেল। জীবনকে আরও উপভোগ্য করে আরও বেশি মজা লুটতেই নির্মাণ করা হয়েছে এই হোটেলটি। রোমানিয়ার তুষারাচ্ছাদিত বালি লেকে এই বরফ হোটেলটি ২০০৫ সাল থেকে প্রতি বছরের শীতকালে নির্মাণ করা হয় । সুন্দর চাকচিক্যতায় পূর্ণ এই হোটেলটির বিছানা, দেয়াল, খাম্বা, চেয়ার, টেবিলসহ সব কিছুই বরফ দ্বারা তৈরি। স্থানীয় কারিগররা খুবই কষ্ট করে বরফ কেটে বড় বড় বরফের টুকরা তৈরি করে। এই বরফ টুকরা দিয়েই হোটেলটির দেয়াল নির্মাণ করা হয়। এটি পূর্ব ইউরোপের সর্বপ্রথম বরফ নির্মিত হোটেল। এখানে দর্শনার্থীরা উত্তর মেরু ভ্রমণের অভিজ্ঞতা পেয়ে থাকে। তারা এখানে বরফ নির্মিত গ্লাস থেকে পানীয়ও গ্রহণ করতে পারে। তবে তথ্যপ্রযুক্তির সঙ্গে স্থানীয় কারুকার্যের মিশেলে নির্মিত হোটেলটিতে টয়লেটের কোন ব্যবস্থা নেই।
সূত্র: মানবজমিন.কম, ২৯/১২/২০১১
No comments:
Post a Comment