ইতালির অ্যান্টোনিও ও রোজা ভালোবেসে বিয়ে করেছিলেন ১৯৩৪ সালে। একসঙ্গে কাটিয়েছেন দীর্ঘ ৭৭টি বছর। কিন্তু এত বছর পর এসে স্ত্রী রোজাকে তালাক দিয়েছেন ৯৯ বছর বয়সী অ্যান্টোনিও!
রোজাকে তালাক দেওয়ার কারণ হলো ৬০ বছরেরও বেশি সময় আগে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। আর এই সম্পর্কের কথা এতদিন স্বামীর কাছে গোপন রেখেছিলেন তিনি।
মেইল অনলাইনের খবরে প্রকাশ, ইতালির রোমে ফ্ল্যাট পরিবর্তন করার সময় স্ত্রীর অতীত প্রেমের খবর ‘আবিষ্কার’ করেন অ্যান্টোনিও। ধুলায় আচ্ছাদিত স্ত্রীর ‘গোপন’ প্রেমের কয়েকটি রোমান্টিক চিঠি খুঁজে পান তিনি। চিঠিগুলো পড়েই স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন ক্ষুব্ধ অ্যান্টোনিও।
অ্যান্টোনিও ও রোজার ঘরে পাঁচ সন্তান। তালাকের ব্যাপারে দুজনই নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন। আগামী মার্চে আদালতে প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
সূত্র: প্রথমআলো.কম
No comments:
Post a Comment