Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, December 29, 2011

৩০ মিনিটের জন্য ১৫ লাখ রুপি!



সম্প্রতি একটি জরিপে দেখা গেছে যে কোন ধরনের
 সোশ্যাল ইভেন্টে সবচেয়ে বেশি মার্কেট ডিমান্ড বা
 চাহিদা এখন বলিউড কিং শাহরুখ খানের সহধর্মীণি
 গৌরি খানের। এজন্যই শাহরুখের চেয়ে বেশি তার
জন্য ইভেন্ট ম্যানেজারদের ভিড় লেগে থাকে শাহরুখ-
 গৌরির  বাড়ি ‘মান্নাত’র বাইরে। শোবিজ জগতে
 তার কোন লেনদেন না থাকলেও অন্যরকমের
স্টারডাম তার। স্বামীর বদৌলতে শুধু নাম রক্ষার
 জন্য শাহরুখের কয়েকটি ছবির প্রযোজনা করেছিলেন
 গৌরি, যা এখন তার দ্বিতীয় শোবিজ রেফারেন্স।
তার ব্র্যান্ড ভ্যালুর তুলনা হয় না। এজন্যই তিনি
ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের ফেভারিট
 সেলিব্রেটি। বিজয় সুব্রমানিয়াম নামের মুম্বইয়ের
একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তা বলেন, অনেকে আমাদের
 কাছে আসেন শোরুম লঞ্চ, বইয়ের মোড়ক উন্মোচন, চিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন
 করাতে। তাদের একটাই চাওয়া থাকে সেই অনুষ্ঠানে থাকতে হবে কোন না কোন
বলিউড সেলিব্রেটি। আর তিনি যদি হন গৌরি খান তাহলে তো আর কথাই নেই।
ক্লায়েন্ট এক্কেবারে খুশি। তবে মিসেস খানকে অনুষ্ঠানে আনা কোন সহজ কথা নয়।
তার জন্য দিতে হবে মোটা অঙ্কের পারিশ্রমিক। গৌরি খানের ৩০ মিনিটের জন্য
পকেট ছাড়া করতে হবে পুরো ১৫ থেকে ১৭ লাখ রুপি। তাহলেই পাওয়া যাবে
শাহরুখ পত্নী গৌরিকে। ১৫ লাখ রুপি দিলেই তিনি চলে আসবেন কাঙ্ক্ষিত ইভেন্টে।
 সেখানে তিনি সবার সঙ্গে কথা বলবেন, ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন,
 হাসি দেবেন, তালি দেবেন, সবার সঙ্গে কুশল বিনিময় করবেন। তবে, শুধুই ৩০
 মিনিটের জন্য
সূত্র: মানবজমিন.কম

No comments:

Post a Comment