Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, December 31, 2011

বিস্ময় বালিকা (ভিডিও)



ইউটিউবে ঝড় তুলেছে এক কিশোরী। চোখের ভ্রূর ওপর পরিপূর্ণ দখল রয়েছে এ বিস্ময় বালিকার। যেভাবে খুশি ঠিক সেভাবেই ভ্রূ ওঠানামা করাতে পারে সে। গানের তালে তাল মিলিয়ে একসঙ্গে দুই চোখের ভ্রূ নাচাতে এতটুকুও বেগ পেতে হয় না তাকে!

এ প্রতিবেদন লেখার সময় বিস্ময় বালিকার ৩৬ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে দেখেছে প্রায় ১৮ লাখ লোক। জনপ্রিয়তার দিক থেকে ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে আজ এটির অবস্থান ছিল দ্বিতীয়। বিরল প্রতিভার অধিকারী বালিকাটির পরিচয় অবশ্য পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, লাজুক মুখে ক্যামেরার সামনে বসে আছে বালিকাটি। গান শুরু হতেই হাস্যোজ্জ্বল মুখে নিজের প্রতিভার ঝলক দেখাতে থাকে সে। বাঁ চোখের ভ্রূ ওঠানামা করিয়ে শুরু। ভিডিওর শেষে দেখা যায়, গানের তালে একসঙ্গে দুই চোখের ভ্রূ নাচাচ্ছে এ বিস্ময় বালিকা।
সূত্র: প্রথমআলো.কম, ৩০/১২/২০১১

No comments:

Post a Comment