Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, December 24, 2011

বিরল যমজ শিশু




 ব্রাজিলের ২৫ বছর বয়সী মা মারিয়া ডি নাজারিস জন্ম দিয়েছেন
বিরল যমজ শিশু। তাদের দেহ দেখে মনে হয় একটিমাত্র মানবদেহ,
 একটিমাত্র সন্তান। কিন্তু তাদের রয়েছে আলাদা দুটি মাথা। এ ছাড়া
শরীরের বাকি অংশ এক দেহের। চিকিৎসকরা বলেছেন, এভাবে জন্ম নেয়া এ শিশু আসলে দুটি শিশু- তারা যমজ। তাদের রয়েছে পরিপূর্ণ দুটি মাথা এবং তা দেখতে অভিন্ন। তাদের রয়েছে দুটি ব্রেন, দুটি মেরুদণ্ড। কিন্তু তাদের রয়েছে একটি হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গ। চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারেননি যে, তাদের পাকস্থলী একটি নাকি দুটি। ওদিকে যমজ ছেলে সন্তান প্রসব করে ভীষণ খুশি মা মারিয়া। ওদিকে যে হাসপাতালে ওই শিশুর জন্ম হয়েছে তার পরিচালক নাইলা দাহাস বলেছেন, যমজ এ শিশুদের দেহ দেখলে মনে হয় এরা একটি শিশু। স্বাভাবিক গড়ন। কিন্তু অপারেশন করে তাদের আলাদা করার বিষয়ে তিনি মোটেও আশাবাদী নন। বলেন, তাদেরকে আলাদা করতে গেলে রয়েছে মারাত্মক সব প্রতিবন্ধকতা। তিনি বলেন, যদি আমরা দেখতে পাই দুটি মাথার দুটি ব্রেনই কাজ করছে তাহলে কিভাবে আমরা সিদ্ধান্ত নেবো যে কোন মাথাটি কেটে ফেলতে হবে?
মানবজমিন ডেস্ক:২৪/১২/২০১১

No comments:

Post a Comment