একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুই নারী সদস্য। সামরিক বাহিনীতে সমলিঙ্গের বিয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটাই প্রথম বিয়ের ঘটনা।
বছরের পর বছর ধরে বিতর্কের পর গত সেপ্টেম্বরে সমলিঙ্গের মধ্যে বিয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। নিষেধাজ্ঞার প্রত্যাহারের পর গতকাল বুধবার সমকামী নারী হিসেবে প্রথম বিয়ে করলেন নৌবাহিনীর পেটি অফিসার মারিসা গীতা (২৩) ও পেটি অফিসার চিটলালিক স্নেল (২২)।
গীতা ও স্নেলের পরিচয় একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে। শেষ পর্যন্ত সম্পর্কে ‘সত্’ থাকতে পেরে দুজনই খুশি। বিয়ের পর উচ্ছ্বসিত গীতার প্রতিক্রিয়া, ‘এটা অবশ্যই নতুন এক অভিজ্ঞতা। দীর্ঘ প্রতীক্ষার পর এটা করতে পেরেছি আমরা।’
স্নেল তাঁদের এই বিয়েকে দেখছেন সমকামীদের জন্য নতুন দিগন্তের সূচনা হিসেবে। তাঁর প্রতিক্রিয়া, ‘এটা কেবল আমাদের সম্পর্কের ক্ষেত্রে নয়। আমি মনে করি, সামরিক বাহিনীর সব সমকামীর সামনে এটা নতুন দরজা খুলে দিতে যাচ্ছে।’
নৌবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমার বিশ্বাস, এটাই সমলিঙ্গের মধ্যে প্রথম বিয়ের ঘটনা। সামরিক বাহিনীতে বিষয়টি স্বাভাবিক হয়ে উঠছে।’ বিবিসি, রয়টার্স
সূত্র:প্রথমআলো.কম, ২২/১২/২০১১
No comments:
Post a Comment