Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Saturday, December 24, 2011

বৃটেনে বছরে নিখোঁজ আড়াই লাখ মানুষ



বৃটেনে প্রতি বছর নিখোঁজ হয় আড়াই লাখ মানুষ। তারা একদিন ফিরে আসবেন এমন প্রতীক্ষায় দিন কাটে প্রায় ১০ হাজার শিশু-কিশোর ও হাজার হাজার পরিবারের। নিখোঁজ ওই মানুষদের সঙ্গে তাদের পরিবারের একটি যোগসূত্র তৈরি করে দিতে লন্ডনের দ্য সান পত্রিকা একটি প্রচারণায় নেমেছে। এর নাম দেয়া হয়েছে
জয়েন দ্য সার্চ। গত বছর এ সংস্থা বৃস্টলে নিহত জো ইয়েটসকে খুঁজে পেতে সহায়তা করেছিল। এ রকম নিখোঁজ হয়ে যাওয়া মানুষের কয়েক জন হলেন- কেন্টোর টনব্রিজ এলাকার স্টিফেন লেহিআপ (৫০)।
উইসবিসে নিখোঁজ রয়েছেন আলিসা দমিত্রিয়েভা (১৭)।
 কেন্টের ফকস্টোনে লয়েড ব্যাক্স’কে সর্বশেষ দেখা গিয়েছিল ২ মাস আগে। গত মার্চ থেকে লন্ডনের ক্রয়ডনে নিখোঁজ রয়েছেন জয় ভিনসেন্ট (১৭)।
গত ৫ই ডিসেম্বর রাত সাড়ে আটটায় এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে নিখোঁজ হন স্টেফানি বেটি (১৪)।
 তার পিতা ডেনিস (৪৩) বলেন, আমরা তাকে সুস্থ এবং নিরাপদে ফেরত চাই। আর কিছু নয়। মার্চে নিখোঁজ হন ক্যায়রন নুত্তাল (১৯)।
 তার মা অ্যানি-ম্যারির চোখে এখন অনবরত কান্না। তিনি বলেন, সে শুধু ফিরে আসুক। আমি এতটুকু চাই। এর বেশি কিছু নয়। অনলাইন দ্য সান এসব খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যদি কেউ নিখোঁজ ব্যক্তিদের কোন খবর জানেন তাহলে তাদেরকে www.mi ssingpeople.org.uk এই ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়। ওই রিপোর্টে আরও বলা হয়, ২০০৮ সালে মারসিসাইড থেকে লাপাত্তা হয়ে যান হেলেন মন্টগোমারি। ১৯৯৮ সালে হজামবারসাইড থেকে নিখোঁজ হন রিচার্ড হল (৪৮)। ২০০৯ সালে সমারসেট থেকে নিখোঁজ হয়ে গেছেন সেলিনা ম্যাকডোনাল্ড (৩৫)।
সূত্র:মানবজমিনডেস্ক, ২৪/১২/২০১১

No comments:

Post a Comment