বৃটেনের চিকিৎসকরা এক মহিলার পেট থেকে ২৫ বছর আগে গিলে ফেলা কলম বের করেছেন। ডায়রিয়া ও ওজন শূন্যতার কারণে ৭৬ বছর বয়স্কা ওই মহিলা রয়েল ডেবন অ্যান্ড এক্সিটার হাসপাতাল ফাউন্ডেশন
ট্রাস্টে গেলে সিটি স্কেনে তার পেটে কলমের অস্তিত্ব ধরা পড়ে। ওই মহিলা জানান, তিনি ২৫ বছর আগে একটি কলম দিয়ে আয়নার সাহয্যে তার টনসলে খোঁচ দিতেন। সে সময় দুর্ঘটনা বশত সামনের দিকে উপুড় হয়ে পড়ে গেলে কলমটি গিলে ফেলেন। ঘটনাটি বৃটিশ মেডিকেল জার্নালের কেস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে মহিলার নাম উল্লেখ করা হয়নি। অস্ত্রোপাচারে নেতৃত্বদানকারী ডা. অলিভার ওয়াটারস বলেন, রোগীর বর্ণনা শুনে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও আসলে ঘটনাটি সত্য।
সূত্র:মানবজমিন, ২১/১২/২০১১
No comments:
Post a Comment