বৃটেনে অন্তঃসত্ত্বা হওয়ার অপরাধে এক মহিলাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জেনিফার কক্স (৩৩) সকাল বেলা অসুস্থ হয়ে পড়লে তার বসকে সরল বিশ্বাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান।
এতেই তার বস তাকে চাকরিচ্যুত করে। এই মহিলা প্রতিরক্ষা পুলিশ মন্ত্রণালয়ের অধীনে আল্ডার মাস্টুনের বার্ক শায়ারের এক পারমাণবিক অস্ত্র কারখানায় কাজ করত বলে জানায়। তবে তার বস জানায়, সে কারখানার ওয়েবসাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সকাল বেলা বিভিন্ন ঘাঁটির তথ্য আপডেট করা তার দায়িত্ব ছিল। কিন্তু সে তা সঠিকভাবে করতে না পারায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সূত্র:মানবজমিন, ২১/১২/২০১১
এতেই তার বস তাকে চাকরিচ্যুত করে। এই মহিলা প্রতিরক্ষা পুলিশ মন্ত্রণালয়ের অধীনে আল্ডার মাস্টুনের বার্ক শায়ারের এক পারমাণবিক অস্ত্র কারখানায় কাজ করত বলে জানায়। তবে তার বস জানায়, সে কারখানার ওয়েবসাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সকাল বেলা বিভিন্ন ঘাঁটির তথ্য আপডেট করা তার দায়িত্ব ছিল। কিন্তু সে তা সঠিকভাবে করতে না পারায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সূত্র:মানবজমিন, ২১/১২/২০১১
No comments:
Post a Comment