Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, December 23, 2011

বাঘের মুখ থেকে বাবাকে ফেরালেন ছেলে!


বাঘের হামলায় আহত নিরঞ্জন মন্ডল
বাঘের হামলায় আহত নিরঞ্জন মন্ডল

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাবা নিরঞ্জন মন্ডলকে (৫১) ফিরিয়ে এনেছেন ছেলে তাপস মন্ডল (২৭)। প্রায় ১০ মিনিট বাঘে-মানুষে লড়াই চলার পর বাঘটি বনে চলে যায়।

আজ শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের দাতিনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নিরঞ্জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে।
ছেলে তাপস মন্ডল জানান, বন বিভাগের কৈখালী স্টেশন থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি ও তাঁর বাবা সুন্দরবনে যান। আজ সকাল ১০টার দিকে মাথাভাঙা নদীর দাতিনাখালী খালে জাল পাতার সময় বনের ভেতর থেকে একটি বাঘ তাঁর বাবার ওপর হামলা চালায়। বাঘটি তাঁর বাবার ডান হাত কামড়ে ধরে বনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপায় না দেখে তিনি হাতে থাকা নৌকার বৈঠা নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। খালে থাকা তিনজন কাঁকড়া-শিকারিও তাঁর সঙ্গে যোগ দেন। প্রায় ১০ মিনিট পর বাঘটি সুন্দরবনের ভেতরে ঢুকে যায়। নিরঞ্জন মন্ডলের বুকে ও ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
সূত্র: প্রথমআলো.কম, ২৩/১২/২০১১

No comments:

Post a Comment