Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Friday, May 4, 2012

মুঙ্কের ‘দ্য স্ক্রিম’র দাম ১২ কোটি ডলার!



নরওয়ের বিখ্যাত চিত্রশিল্পী এডওয়ার্ড মুঙ্কের বিখ্যাত চিত্রকর্ম  ‘দ্য স্ক্রিম’ বা ‘আর্তচিৎকার’ নামক চিত্রকর্মটি নিলামে ১২ কোটি আমেরিকান ডলারে বিক্রি হয়।


১৮৯৫ সালে প্যাস্টেল রঙে আঁকা এই চিত্রকর্মটির নিলাম শুরু হয় পাঁচ কোটি ডলার দিয়ে। মাত্র ১২ মিনিটে এটি ১২ কোটি ডলারে বিক্রি হয়ে যায়।

এটি এডওয়ার্ড মুঙ্কের চার ছবির সিরিজের একটি। বুধবার এই নিলাম করা হয়। ছবিটি নরওয়ের  হোটেল অ্যান্ড আর্ট সেন্টারে প্রতিষ্ঠিত নতুন মিউজিয়ামের জন্য কেনা হয়েছে।

এই ছবিটির জন্য মোট সাত জন নিলামকারী আবেদন করেন। কিন্তু টেলিফোনে আবেদন করা দুই নিলামকারীই মূলত আসল ক্রেতা ছিলেন। এর বিক্রয়মুল্যের সঙ্গে বিক্রেতাদের কমিশনও যোগ করা হয়েছে।

এর আগে ২০১০ সালে পিকাসো’র ন্যুড, গ্রিন লিভস ও বাস্ট সর্বোচ্চ ১০৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়।এই ছবি অতীতের সব বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে।
দ্য স্ক্রিমের অন্য তিনটি ছবির মালিক নরওয়ের মিউজিয়াম। কিন্তু এই ছবিটি সবচেয়ে উজ্জ্বল ও ভাবসম্পন্ন। সূত্র: রয়টার্স।
নিউ ইয়র্ক, ৩ মে:  bdnews24.com

No comments:

Post a Comment