মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক দুই বান্ধবী তাদের প্রাক্তন ‘প্রেমিক ওবামা’ সম্পর্কে প্রথমবারের মত মুখ খুলেছেন। ১৯৮০ সালের প্রথম দিকে ওবামার বয়স যখন ২০ এর কোঠায়, তখন ওবামার জীবনে এসেছিলেন জেনেভিভ কুক ও তারপর অ্যালেক্স ম্যাকনিয়ার। ম্যাকনিয়ারের কাছে বেশ কিছু প্রেমপত্র লিখেছিলেন তরুণ ওবামা। আর কুক
ডায়েরি লিখতেন। সেসব তথ্য থেকে উঠে এসেছে ওবামার প্রথম জীবনের সংগ্রামের কাহিনী। জাতিগত বিদ্বেষ দূরে ঠেলে আমেরিকার আধুনিক সমাজে ঠাঁই করে নেয়ার কাহিনী। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস। কুকের সঙ্গে ওবামার সম্পর্ক ১ বছরের বেশি গড়িয়েছে। কুক তার এক ডায়েরিতে লিখেছিলেন, নিঃসন্দেহে তাদের সম্পর্কে ‘যৌন উষ্ণতা’ ছিল। তবে, সম্পর্কের অন্য দিকগুলো ভাবিয়ে তুলেছিল কুককে। ওবামার ওপর রাগ হতো বলেও সেখানে লিখেছেন তিনি। কারণ, ওবামার উষ্ণতা ছলনায় ভরা হতে পারে বলে ভয় ছিল তার। ওবামার বাকপটুতা আজ যেমন রাজনীতিতে তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা ও অন্যদিকে সমালোচনা। সে একইভাবে মুগ্ধ হয়েছিলেন তার প্রেমিকা কুকও। কিন্তু, ভয় পেতেন ওবামার উদাসীনতাকে। এদিকে ম্যাকনিয়ারের কাছে ওবামার লেখা বিভিন্ন চিঠিতেও উঠে এসেছে নানা তথ্য।
নিউজ সোর্স b24/03/05/12
No comments:
Post a Comment