টাইটানিক ডুবে যাওয়ার ১০০ বছর পরে আবারও নতুন করে ‘টাইটানিক’ তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়ার ক্লিভ পালমার নামের একজন ধনী ব্যবসায়ী আবারও নতুন করে একটি টাইটানিক জাহাজ তৈরির উদ্যোগ নিয়েছেন। এক খবরে বিবিসি
জানিয়েছে, ৩০ এপ্রিল সোমবার ২১ শতকের এই টাইটানিক জাহাজটি তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। পালমারের আশা, ২০১৬ সালে এই দ্বিতীয় টাইটানিকটি সেই একই পথে ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবে। জাহাজটির নাম হবে ‘টাইটানিক টু’। জাহাজ তৈরির জন্য চীনের সিএসসি জিনলিং শিপইয়ার্ড কাজ করবে। আর এ জাহাজটি হবে হুবহু টাইটানিকের মতোই।
পালমার আরও জানিয়েছেন, আসল টাইটানিকের তুলনায় টাইটানিক টু কোনো অংশেই কম বিলাসবহুল হবে না। তবে এতে বাড়তি হিসেবে ২১ শতকের প্রযুক্তি, সর্বশেষ নেভিগেশন পদ্ধতি এবং নিরাপত্তা ব্যবস্থা যুক্ত থাকবে।
টাইটানিক ডুবে যাওয়ার ১০০ বছর পার হতে না হতেই নতুন করে এই টাইটানিক টু তৈরির ঘোষণা দিলেন পালমার।
উল্লেখ্য, ১৫ এপ্রিল ১৯১২ সালে প্রথম সমুদ্র যাত্রাতেই দুর্ঘটনায় ডুবে গিয়েছিল টাইটানিক। পালমার জানিয়েছেন, টাইটানিক তৈরিতে যারা কাজ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা দেখাতেই নতুন জাহাজ তৈরি করা হচ্ছে।
No comments:
Post a Comment