সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র কিছু শিক্ষার্থী মিলে কাঠের তৈরি একটি সেলফোন উদ্ভাবন করেছেন। জানা গেছে, শুধু দেখানোর জন্যই নয়, বরং মোবাইলের প্রধান দুই কাজ, ফোন এবং এসএমএস করাও সম্ভব এই কাঠের ফোন দিয়ে। খবর দি হাফিংটন পোস্টের।
সূত্র জানিয়েছে, সাধারণ সিম কার্ড দিয়েই সেলফোনটি ব্যবহার করা যায়। এর বিশালাকৃতির কাঠের কেইস ছাড়াও রয়েছে বড় বড় বাটন। এই ফোনের ব্যাপারে এমআইটি আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে তারা ‘নিজে করা’র বা ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) চর্চার সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
No comments:
Post a Comment