মেক্সিকোয় এক নারীর গর্ভে বড় হচ্ছে ৯টি সন্তান। তার গর্ভে ৬টি কন্যা ও ৩টি পুত্র-সন্তানের ভ্রূণের উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকরা। ওই মায়ের নাম কার্লা ভ্যানেসা পেরেজ। বর্তমানে প্রাদেশিক
রাজধানী সালতিলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কার্লা। তার দেহে পরীক্ষা করার সময় চিকিৎসকরা একে একে ৯টি শিশুর ভ্রূণের উপস্থিতি দেখতে পান। আগামী ২০শে মে সন্তান প্রসব করতে পারেন কার্লা। নাম কি রাখবেন, তা নিয়ে এত আগেই ভাবতে চান না তিনি। যদি ৯টি সুস্থ সন্তান প্রসব করেন কার্লা, তা হবে সবচেয়ে বেশি সন্তান জন্মদানের ক্ষেত্রে অন্যতম একটি রেকর্ড।
নিউজ সোর্স b24
No comments:
Post a Comment