পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলার নদীর একটি ঘাট গোপেন চন্দ্র দাস নামের ১২ বছরের শিশুর নামে ইজারা দেয়া হয়েছে। ৭ম শ্রেণির ছাত্রকে ইজারা দেওয়ায় আদালত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বিধি মোতাবেক চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস থেকে বাংলা ১৪১৯ সালের জন্য
ছাইকোলা খেয়াঘাট পেশাদার ও স্থানীয় পাটনীর অনুকূলে ইজারা প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়। নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের জীতেন চন্দ্র দাসের ছেলে ৭ম শ্রেণির ছাত্র গোপেন চন্দ্র দাস ওই ইজারাতে অংশ নেয়। সে বিগত বছরের চেয়ে অধিক মূল্য দাখিল করলে কমিটি গোপেনের নামে ওই সালের জন্য ডিসিআর প্রদান করে। সুধীর গোপেনের ডিসিআর বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদালতের কারণ দর্শানোর জবাব দেয়া হয়েছে। সরকারের স্বার্থ সংরক্ষণ করেছি। নীতিমালায় উল্লেখ নেই যে, কোনো ছাত্রকে ঘাট দেওয়া যাবে না।
সূত্র: বিডিনিউজ২৪.কম, ২৬/০৪/২০১২
ছাইকোলা খেয়াঘাট পেশাদার ও স্থানীয় পাটনীর অনুকূলে ইজারা প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়। নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের জীতেন চন্দ্র দাসের ছেলে ৭ম শ্রেণির ছাত্র গোপেন চন্দ্র দাস ওই ইজারাতে অংশ নেয়। সে বিগত বছরের চেয়ে অধিক মূল্য দাখিল করলে কমিটি গোপেনের নামে ওই সালের জন্য ডিসিআর প্রদান করে। সুধীর গোপেনের ডিসিআর বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদালতের কারণ দর্শানোর জবাব দেয়া হয়েছে। সরকারের স্বার্থ সংরক্ষণ করেছি। নীতিমালায় উল্লেখ নেই যে, কোনো ছাত্রকে ঘাট দেওয়া যাবে না।
সূত্র: বিডিনিউজ২৪.কম, ২৬/০৪/২০১২
No comments:
Post a Comment