হায়রে প্রেম! সুখ পাখি বলে যাকে সবাই ভালোবাসে, যাকে কাছে পেতে চায় সারা জীবনের জন্য, যার কাছে মনের সকল কথা বলা যায় অবলীলায়, নি:সঙ্কোচে, যে থাকে সবসময় শান্তনা হয়ে সেই কিনা প্রতারণা করবে...কেউ কি ভাববে এরকম.... কেউ কি বিশ্বাস করবে এরকম ..... প্রেমের নামে প্রতারণা.......তাও আবার মেয়ের দ্বারা.... বর্তমানে সব সম্ভব। যেহেতু মেয়েরা আজ ভাড়ায়ও প্রেম করে বলে জানা যায় বিভিন্ন পত্র-পত্রিকায়। তো জানুন এরকম একটি মর্মান্তিক প্রেমের কাহিনী্।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমিন আক্তার (২২)। মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল ঢাকার আবদুর রশিদ রাশেদের সঙ্গে। এ সূত্র ধরেই রাশেদকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে। ধরা পড়েছে তার দুই সহযোগীও। তবে অপহৃত রাশেদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। র্যাব জানায়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার রাশেদের সঙ্গে (বর্তমান ঠিকানা উত্তর বাড্ডা) প্রায় ৮ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন আক্তার। এ সমপর্কের জের ধরে গত ১১ই এপ্রিল শারমিনের সঙ্গে দেখা করার জন্য রাশেদ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। এর পর হতেই তিনি নিখোঁজ। তার পরিবারের সদস্যরা রাশেদের মোবাইল ফোনটি বন্ধ পান। পরে রাশেদের মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাশেদের মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ টাকা দাবি করে। এরই প্রেক্ষিতে রাশেদের বড় ভাই মহিউদ্দিন আহমেদ গত ১৫ই এপ্রিল র্যাব ৫-এ একটি অভিযোগ দেন। এর পরই র্যাব রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল রহস্য উদঘাটন ও প্রয়োজনী তথ্য সংগ্রহের জন্য মাঠে নামে। তারা মঙ্গলবার রাতে রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে শারমিন আক্তারকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য অনুযায়ী তার দুই সহযোগী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাঁদপুর দর্শনা এলাকার শরিফুল ইসলাম সৈকত ও সুবর্ণাকে গতকাল ভোরে কুষ্টিয়া পিটিআই রোড় পেয়ারাতলা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা র্যাবের কাছে স্বীকার করলেও অপহৃত ব্যক্তির বর্তমান অবস্থান এবং তার শারীরিক অবস্থার কথা জানা যায়নি। র্যাব ৫-এর কর্মকর্তা কামরুল জানান, অপহৃত রাশেদকে উদ্ধারে র্যাব জোর তৎপরতা চালাচ্ছে।
সংগ্রহ: বিডিনিউজ২৪.কম, ২৬/০৪/২০১২
No comments:
Post a Comment