Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Sunday, May 20, 2012

এভারেস্টের চূড়ায় বাংলাদেশের প্রথম নারী নিশাত



প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নিশাত মজুমদার। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছন এবং বাংলাদেশের পতাকা ওড়ান।

এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত। তারা দু’জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক তাদের এভারেস্টে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিশাতের বাবা আবদুল মান্নান মজুমদার একজন ব্যবসায়ী। মা আশুরা মজুমদার, তিনি একজন গৃহিনী। চার ভাইবোনোর মধ্যে নিশাত দ্বিতীয়। তার জন্ম ১৯৮১ সালে লক্ষ্মীপুরে। থাকেন ঢাকার পান্থপথে।
নিশাত মজুমদার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
বর্তমানে নিশাত ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। একবছর আগে তিনি এই চাকরিতে যোগ দিয়েছেন।
এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত। নিশাত বাংলাদেশের তৃতীয় এভারেস্ট বিজয়ী।
সূত্র: বিডিনিউজ২৪.কম,  ঢাকা, ১৯ মে

No comments:

Post a Comment