Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, May 17, 2012

৮ হাজার কোটি টাকার হিরা



বিক্রি হলো বিশ্বের অন্যতম পুরাতন ও বিখ্যাত হিরা বিউ স্যানসি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নিলামে ৯৭ লাখ ডলারে (প্রায় ৭ হাজার ৯৫৪ কোটি টাকা) বিক্রি হলো এই মহামূল্যবান হিরাটি।


জানা যায়, ১৬১০ সালে ফ্রান্সের রানী মারি ডি ম্যেডিসি তার রাজ্যাভিষেকের সময় এই ৩৫ ক্যারেটের হিরাটি তার মুকুটে পরিধান করেছিলেন। পরের দিকে এটি ইউরোপিয় রাজ্য প্রুশিয়ার রাজপরিবারের কাছে দেখা গেছে। এটিকে তারা তাদের প্রতিপত্তি প্রকাশের পরিচায়ক হিসেবে ব্যবহার করতো। সেই থেকেই এটি এতদিন পর্য্ন্ত প্রুশিয়ার প্রথম রাজার মুকুটের মধ্যখানে ছিল। সম্প্রতি রয়েল হাউজ অব প্রুশিয়াই হিরাটি বিক্রির উদ্যোগ নেয়।

নাশপাতি আকৃতির রোজ কাট এই হিরাটিকে যখন নিলামে তোলা হয়েছিল তখন এর ঝলক দেখে অনেকেই বিস্ময়ে আত্মহারা হয়ে পড়েন। তবে ঠিক কে এই হিরাটি কিনেছেন তা এখনো জানা যায়নি।

এ সম্পর্কে হিরাটির নিলামকারী প্রতিষ্ঠান সথবাইয়ের পরিচালক ডেভিড বেনেট বলেছেন, এই ধরনের হিরা বিক্রির জন্য বাজারে আসা খুব দুর্লভ। কারণ এতে করে হিরাটি রাজপরিবারের হাতছাড়া হয়ে গেলো।
সূত্র: বিডিনিউজ২৪.কম, 16/05/20212 জেনেভা, ১৬ মে

No comments:

Post a Comment