Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, March 26, 2012

খাবার খেলে মারা যাবে যে শিশু...




 শিশুরা বাড়ন্ত বয়সে কৌতূহল নিয়ে বিভিন্ন খাবারের প্রতি আকৃষ্ট থাকে। এমনটিই হওয়ার কথা। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম নিউ ইয়র্কের শিশু জাশুয়া (৯) এর বেলায়। পিজ্জা হটডগ চকোলেটসহ বিভিন্ন রকম খাবার খাওয়া তো দূরের কথা এগুলোর ঘ্রাণ শুঁকলেও মারা যেতে পারে জাশুয়া। সে ইওসিনেফিলিক ইসোফেজিটিস নামের এক প্রকার রোগে আক্রান্ত। যার কারণে এসব খাবার খেলে বা ঘ্রাণ শুঁকলে লাগাতার বমি ও ডায়রিয়া হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এখন তাকে বাচ্চাদের খাবার ও এক ধরনের বিশেষ জুস নল দিয়ে খাওয়ানো হয় বেঁচে থাকার জন্য। তাকে বাঁচানোর জন্য পরিবারের অন্য সদস্যদের জন্য গোপন এক রকম ঘরে খাবার রান্না করা হয়। এবং তার সামনে কেউ খায় না কখনো। জাশুয়ার বাবা ব্র্যান্ট বলেন, আমার দুঃখ হলো আমরা যা খাই তা সে খেতে পারে না। আর এজন্য তাকে স্কুলেও পাঠানো যাচ্ছে না। কারণ সেখানে বিভিন্ন খাবারের ঘ্রাণে সে আসুস্থ হয়ে পড়বে। সে সকালে ঘুম থেকে উঠে এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার গাড়ি দেখে কাঁদে। তার মা বাসায় তাকে পড়াচ্ছে। তার বাবা বলেন, মনে হয় সে কখনও এর থেকে আরোগ্য লাভ করতে পারবে না। প্রতিদিন তার বেঁচে থাকা একটি মিরাকল হয়ে আসছে আমাদের কাছে।

সূত্র: মানবজমিন ডেস্ক,26/03/2012

No comments:

Post a Comment