ট্রেনটিতে মডেল ইমার ছবির ছাপ ছিল। এর আগে এমন লম্বা ট্রেন বানানোর রেকর্ড ছিল এক ডাচ ডিজাইনারের। বছরে দু’বার ওয়েডিং ফেয়ার হয় বুখারেস্টে। আর তাতে অংশগ্রহণের জন্য ট্রেনের মতো করে বিয়ের ড্রেস তৈরি করেন দ্য অ্যান্ড্রে সেলন ফ্যাশন হাউজের কর্মীরা। ফ্যাশন হাউজটির মুখপাত্র বলেন, দশজন ডিজাইনার ১০০ দিন কাজ করে এমন ট্রেনের আকৃতির পোশাক তৈরি করেন। লেস ও সিল্কের এক প্রকার বিশেষ কাপড় দিয়ে এটি তৈরি করা হয়। কয়েক হাজার পাউন্ড খরচ করে ইতালি ও ফ্রান্স থেকে এসব কাপড় আমদানি করা হয়। নেদারল্যান্ডসকে পরাজিত করে রেকর্ডটি করতে পেরে গর্বিত রোমানিয়ানরা। কেননা দেশটি ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত ট্রাভেল জোন গড়ার ক্ষেত্রে রোমানিয়ার অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করে আসছে। ওয়েডিং ফেয়ারের একজন আয়োজক বলেন, নেদারল্যান্ডস আমাদের ইউরোপীয় ইউনিয়নে দেখতে চায় না। আর আমরা তাদের বিশ্ব রেকর্ড থেকে বের করে দিচ্ছি।
সূত্র: মানবজমিন ডেস্ক
No comments:
Post a Comment