Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, March 26, 2012

বিয়ের পোশাকে বিশ্ব রেকর্ড



বিয়ের পোশাকের আকৃতিতে ট্রেনগাড়ি সাজানো এবং সেটাতে করে কনের যাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে। রোমানিয়ায় এমন ১.৮৫ মাইল দীর্ঘ ট্রেন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন মডেল ইমা (১৭)। বিয়ের পোশাক দিয়ে ১.৮৫ মাইল লম্বা ট্রেন সাজিয়ে এই মডেল এয়ার বেলুন দিয়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে উড়ে গিনেস রেকর্ড করেছেন। ১.৮৫ মাইল দীর্ঘ ওই
ট্রেনটিতে মডেল ইমার ছবির ছাপ ছিল। এর আগে এমন লম্বা ট্রেন বানানোর রেকর্ড ছিল এক ডাচ ডিজাইনারের। বছরে দু’বার ওয়েডিং ফেয়ার হয় বুখারেস্টে। আর তাতে অংশগ্রহণের জন্য ট্রেনের মতো করে বিয়ের ড্রেস তৈরি করেন দ্য অ্যান্ড্রে সেলন ফ্যাশন হাউজের কর্মীরা। ফ্যাশন হাউজটির মুখপাত্র বলেন, দশজন ডিজাইনার ১০০ দিন কাজ করে এমন ট্রেনের আকৃতির পোশাক তৈরি করেন। লেস ও সিল্কের এক প্রকার বিশেষ কাপড় দিয়ে এটি তৈরি করা হয়। কয়েক হাজার পাউন্ড খরচ করে ইতালি ও ফ্রান্স থেকে এসব কাপড় আমদানি করা হয়। নেদারল্যান্ডসকে পরাজিত করে রেকর্ডটি করতে পেরে গর্বিত রোমানিয়ানরা। কেননা দেশটি ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত ট্রাভেল জোন গড়ার ক্ষেত্রে রোমানিয়ার অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করে আসছে। ওয়েডিং ফেয়ারের একজন আয়োজক বলেন, নেদারল্যান্ডস আমাদের ইউরোপীয় ইউনিয়নে দেখতে চায় না। আর আমরা তাদের বিশ্ব রেকর্ড থেকে বের করে দিচ্ছি।

সূত্র: মানবজমিন ডেস্ক

No comments:

Post a Comment