সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে শূন্য ডিগ্রির চেয়েও কম তাপমাত্রার বরফে দাঁড়িয়ে সহনশীলতার পরীক্ষা দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্সের সেনাসদস্যদের শীতকালীন অনুশীলনে এ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
অনুশীলনের নিয়ম হচ্ছে, একজন সেনাসদস্য অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে থাকবেন এবং অন্য একজন তাঁকে বরফ ছুড়ে মারবেন। এভাবে তাঁদের সহনশীলতার পরীক্ষা করা হয়।
শীতকালীন সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর ২০০ জন সাহসী সৈন্য এ কঠিন অনুশীলনে অংশ নেন। রাজধানী সিউলের ১৮০ কিলোমিটার পূর্বের একটি স্থানে এ অনুশীলন অনুষ্ঠিত হয়। এই স্থানেই ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
২৪ বছর বয়সী স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য কিম সাং-হুন বলেন, ‘এটি শুধু স্পেশাল ফোর্সের জন্য। এতে এটাই প্রমাণিত হয় যে অনেকেই যা পারে না, আমরা তা করে দেখাতে পারি। মানুষ একবারই মারা যায়। দেশের জন্য জীবন দিতে পারলে আমি অনেক গর্ববোধ করব। কাজেই এই ধরনের কঠিন অনুশীলন আমার কাছে কঠিন কিছু নয়।’
সূত্র: প্রথমআলো.কম, ১২/০১/২০১২
No comments:
Post a Comment