মৃত সন্তানকে জড়িয়ে ধরে মায়ের আহাজারি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িঘর থেকে উদ্ধার করা শিশু ইশরাতকে মুখে রুমাল চাপা দিয়ে দেয়ালে ঠেসে ধরে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহূত রুমালটি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।
এ ঘটনায় ডিবি পুলিশ গতকাল রাতে লালবাগ এলাকা থেকে ইশরাতের মা রোজিনা ও তাঁর কথিত প্রেমিক সুলতান মাহমুদকে (২৬) নারায়ণগঞ্জের পাগলা থেকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাঁদের হাজির করে এসব তথ্য জানানো হয়।
সুলতান সাংবাদিকদের কাছে বলেন, রোজিনার সঙ্গে তাঁর দেড় বছর ধরে সম্পর্ক। রোজিনা তাঁকে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সুলতান বাচ্চাসহ রোজিনাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন।
সুলতান দাবি করেন, রোজিনা ও তিনি বাচ্চাটিকে হত্যা করার পরিকল্পনা করেন। রোজিনাই তাঁকে দেখিয়ে দেন, বাচ্চাকে কোথায় রেখে যাবেন এবং মারার পর কোথায় রাখতে হবে।
তবে রোজিনা নিজের সন্তানকে হত্যা করেননি দাবি করে বলেন, এসবই সুলতানের ষড়যন্ত্র। সুলতান মিথ্যা কথা বলছেন।
ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলো অনলাইনকে বলেন, বাচ্চাটি নিখোঁজ হওয়ার আগে এবং পরে রোজিনা ও সুলতানের মধ্যে অনেকবার ফোনে কথা হয়েছে। এরই সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ইশরাতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।
সূত্র: প্রথমআলো.কম, ০৮/০১/২০১২
No comments:
Post a Comment