যোগাযোগের জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপনদাতাদের কাছে তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করার এক গুরুতর অভিযোগ উঠেছে।
যেভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্যে আড়ি পাতে এবং তা সংগ্রহ করে; সে পথ বন্ধে ইউরোপিয়ান কমিশন কাজ শুরু করেছে।
ইউরোপিয়ান কমিশনের বরাতে সানডে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে।
বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস, যৌনতা এবং অন্যান্য তথ্য। ফেসবুকের এ তথ্য পাচার প্রক্রিয়া বন্ধ করার পরিকল্পনা করছে ইউরোপিয়ান কমিশন। যেভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্যে আড়ি পাতে এবং তা সংগ্রহ করে; সে পথ বন্ধে ইউরোপিয়ান কমিশন কাজ শুরু করেছে।
ইউরোপিয়ান কমিশনের বরাতে সানডে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে ফেসবুক তাদের ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এমনকি ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার সেটিংস থেকে তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে তা সরবরাহ করছে ফেসবুক।
এর পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশন ফেসবুকের এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে ব্যবহারকারীর অনুমোদন ছাড়া ফেসবুকে কোনো বিজ্ঞাপন থাকবে না।
ইউরোপিয়ান কমিশনের এ নতুন বিধান মানতে ব্যর্থ হলে ফেসবুককে আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
ইউরোপিয়ান কমিশনের উপ-প্রেসিডেন্ট ভিভিয়ান রেডিং বলেছেন, ‘আমি সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি অধিক স্বচ্ছতা আহ্বান জানাচ্ছি। তা কীভাবে পরিচালিত হয়, ব্যবহারকারীর কী কী তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্য ব্যবহারকারীর জানার অধিকার রয়েছে।
তবে কারও কাছে ব্যবহারকারীর তথ্য সরবরাহ বা বিক্রির অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক।
সূত্র: প্রথমআলো. ২৯/১১/২০১১
No comments:
Post a Comment