নরওয়ের চিকিত্সকেরা বলেছেন, খুনি এন্ডারস বেরিং ব্রেইভিক একজন পাগল, মানসিক রোগী। তিনি বিকৃতমস্তিষ্কের মানুষ বলেও তাঁরা মন্তব্য করেন। চিকিত্সকেরা বলেছেন, ব্রেইভিক প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে ভুগছেন।
গত ২২ জুলাই নরওয়েতে ব্রেইভিক পরপর দুটি হামলা চালান। এসব হামলায় ৭৭ জন নিহত ও ১৫১ জন আহত হয়।
ব্রেইভিক এসব হামলার দায় স্বীকার করেছেন। হামলার কারণ হিসেবে ব্রেইভিক বলেছেন, হামলাগুলো নৃশংস হলেও প্রয়োজনীয় ছিল। ইউরোপকে মুসলমান সম্প্রদায়ের হামলা থেকে রক্ষা করতে এসব কাজ করেছেন বলে ব্রেইভিক জানান।
চিকিত্সকেরা ব্রেইভিকের দেওয়া ১৩টি সাক্ষাত্কার ও দুটি সংবাদ সম্মেলন দেখার পরে বলেছেন, তিনি জীবনে নানাভাবে বঞ্চিত। আর এ কারণেই ব্রেইভিকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।
No comments:
Post a Comment