তারিখ: ২৫-০৪-২০১১
সত্য সাঁই বাবা
ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবা গতকাল রোববার সকালে
মারা গেছেন। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া
নেমে এসেছে। তাঁর বয়স
হয়েছিল ৮৫ বছর।
গুরুতর অসুস্থ অবস্থায় সাঁই বাবাকে ২৮ মার্চ অন্ধ্র প্রদেশ রাজ্যের নিজের শহর পুত্তাপারথির একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সারা বিশ্বের ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া
নেমে এসেছে। তাঁর বয়স
হয়েছিল ৮৫ বছর।
ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যা ও হূদেরাগে ভুগছিলেন। তাঁকে জীবনসহায়ক কৃত্রিম যন্ত্রের সাহায্যে বাঁচিয়ে
রাখা হয়েছিল।
সত্য সাঁই বাবা নিজেকে শিরধির সাঁই বাবার ‘অবতার’ বা পুনর্জন্ম বলে দাবি করতেন। সাঁই বাবাকে অলৌকিক
সত্য সাঁই বাবা নিজেকে শিরধির সাঁই বাবার ‘অবতার’ বা পুনর্জন্ম বলে দাবি করতেন। সাঁই বাবাকে অলৌকিক
শক্তির অধিকারী বলে মনে করা হতো। ভক্তদের মতে, তিনি পূর্বজন্মের কথা বলতে পারতেন এবং কঠিন অসুখও
সারাতে পারতেন। তিনি মানুষকে জাতিধর্ম-নির্বিশেষে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করতেন। তাঁর
নিজস্ব সংগঠনের মাধ্যমে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি অবদান রেখেছেন।
সাঁই বাবার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর শোক প্রকাশ করেছেন। এএফপি।
সাঁই বাবার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর শোক প্রকাশ করেছেন। এএফপি।
সূত্র : প্রথম আলো
No comments:
Post a Comment