ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাম্বলম্বীরা উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করে থাকে। ইস্টার সানডে পালন করা হয় মূলত যিশু খ্রিস্টের পুন:প্রত্যাবর্তন উপলক্ষ্যে।
যিশু খ্রিস্টকে যখন ্ ক্রুশবিদ্ধ করে মারা হয় ও মৃত্যুর পর কবর দেয়া হয়। এর ঠিক চল্লিশ দিন পর পুনরায় তিনি কবর থেকে উঠে আসেন। তার এই পুনরাবৃত্তির মাধ্যমে তিনি জানিয়ে যান একদিকে যেমন পুর্নজন্ম নেওয়া এবং অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে তার সুমিষ্ট বাণী। খ্রিস্টান ধর্মাম্ববলম্বীরা খুব ঘটা করে যিশুখ্রিস্টের এই পুনরাবর্তন পালন করে থাকে। এজন কেউ কেউ চল্লিশ দিন রোজাও রাখেন।
ইস্টার সানডের পূর্ববর্তী শুক্রবার খ্রিস্টান ধর্মাম্ববলম্বীদের কাছে পবিত্র দিন হিসেবে গণ্য হয়ে থাকে। ইস্টার সানডে উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্যে র সাথে আনন্দঘন পরিবেশে পালন করা হয়। এ সময় তারা সাধারণত মাংসজাতীয় কোন কিছু গ্রহণ করেন না। অনেকটা নিরামিষভোজী হয়ে থাকেন।
No comments:
Post a Comment