খুশকি ও চুল পড়া
খুশকির ইংরেজি প্রতিশব্দ হল ‘ডেনড্রাফ’। এটি সাদা সাদা শিথিল ও মসৃণ শুকনো মৃত চামড়ার আঁশ, যা দ্রুত সমস্ত মাথার ত্বককে আক্রান্ত করে ফেলে। এ অবস্থা যখন মারাত্মক আকার ধারণ করে, তখন আঁশগুলো সাদা-হলুদে মিশে আঠালো হয়ে ওঠে। পরিণতিতে সৃষ্টি হয় টাক।
কারণঃ প্রধান কারণগুলো হল- * অজানা * বংশগত বা ফিজিওলজিক্যাল * সাইকোলজিক্যাল * দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ * জীবাণুঘটিত- পিটাইরোস্পোরাম ও ভাল * বিশেষ ওষুধ সেবনে সৃষ্ট * হরমোনাল- কিছু বিশেষ হরমোন দায়ী * ঋতুজনিত আর্দ্রতা ও তাপমাত্রা * পুষ্টি সমস্যা * ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি।
চিকিৎসাঃ অনেক চিকিৎসা আছে। তবে সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসা দেয়াই হল সফল চিকিৎসার মূল ভিত্তি। অত্যাধুনিক কসমো-থেরাপির মাধ্যমে চিকিৎসা কার্যকরী। চিকিৎসাটির মাধ্যমে চুল ফাটা ও চুলের রুক্ষতা নির্মূল করা সম্ভব।
**************************
ডাঃ একেএম মাহমুদুল হক (খায়ের)
ত্বক, যৌন, সে ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন, কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন- ৯৩৩৮৯১১।
দৈনিক যুগান্তর, ১২ সেপ্টেম্বর ২০০৯।
No comments:
Post a Comment