Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Monday, April 25, 2011

মারা গেছেন সিডির জনক



কমপ্যাক্ট ডিস্কের (সিডি) জনক হিসেবে
 পরিচিত জাপানের সনি করপোরেশনের
সাবেক প্রেসিডেন্ট ও চেয়ারম্যান নোরিও
 ওহগা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল 
৮১ বছর। গত শনিবার জাপানের
 রাজধানী টোকিওর একটি হাসপাতালে
 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। 
নোরিও ওহগার নেতৃত্বেই সনি আন্তর্জাতিকমানের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনিই কমপ্যাক্ট
 ডিস্কের (সিডি) উদ্ভাবন করেন। ১৯৫৩ সালে সনির প্রতিষ্ঠাতারা ওহগাকে তাঁদের প্রতিষ্ঠানে
 নিয়োগ দেন। সে সময় তিনি টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফাইন আর্টস ও মিউজিকের ওপর
পড়াশোনা করছিলেন। তাঁর স্বপ্ন ছিল তিনি অপেরা সংগীতশিল্পী হবেন। কিন্তু সনিতে যোগ দেওয়ায়
 তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭০-এর দশকে তিনি সনি রেকর্ডসের (বর্তমানে সনি মিউজিক
এন্টারটেইনমেন্ট) চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি সনির প্রেসিডেন্ট
 হিসেবে দায়িত্ব পালন করেন। নোরিও ওহগা প্রথম ১২ সেন্টিমিটারের সিডি তৈরি করেন। এই সিডি
 চলত ৭৫ মিনিট ধরে এবং এতে বিটোফেনের নবম সিমফোনির পুরোটাই ধারণ করা যেত। সনি
১৯৮২ সালে প্রথম সিডি বিক্রি করে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
সূত্র : প্রথম আলো, ২৫. ০৪. ২০১১

No comments:

Post a Comment