বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে অনুষ্ঠিত ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, এ পরীক্ষায় মোট ২৮ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।
পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, এ পরীক্ষায় মোট ২৮ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফলাফল দেখা যাচ্ছে।
এ ছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানা যাবে। এসএমএস করার পদ্ধতি: মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে 33 লিখে আবারও স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর তা 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।
১ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্যানুযায়ী, ৩৩তম বিসিএসে এক লাখ ৮৩ হাজার ৬২৭ প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেন। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: প্রথমআলো.কম, 28/06/2012
No comments:
Post a Comment