ভারতের উত্তর প্রদেশে দেড় মাসের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সময় তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশু এখন সুস্থ্য আছে।
উত্তর প্রদেশের পিলাখুয়া শহরে বুধবার এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
ওই খবরে বলা হয়, কবর দেওয়ার সময় কাছাকাছি অবস্থানরত এক ব্যক্তি মেয়েটির কান্না শুনতে পেয়ে পুলিশে খবর দেয়। তখন মেয়েটির মা ভারতী রানী (৩৫) ও বাবা দীনেশ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা দীনেশের এক ভাইকেও গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভারতী বলেছেন, এক ধর্মগুরুর পরামর্শে মেয়েকে জীবন্ত কবর দিতে চেয়েছিলেন তারা।
ওই ধর্মগুরু তাকে বলেন, এই মেয়েকে জীবন্ত কবর দিলে তার অন্য ছেলে-মেয়ে ভবিষ্যতে জটিল অসুখ থেকে রক্ষা পাবে।
গত বছর জটিল রোগে আক্রান্ত হয়ে তাদের এক সন্তান মারা গেছে বলে ভারতী দাবি করেন।
ওই ধর্মগুরুকে এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment