Accounting

হিসাববিজ্ঞানে ভাল রেজাল্টে আগ্রহী
এস.এস.সি , এইচ.এস.সি ও অনার্সের হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা আছে...
দেরী না করে নিচের লিংকে ক্লিক কর

Honours & Masters Result

নিচের লিংকে ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট পেয়ে যাবে

রাশিফল জানতে চান?

তাহলে এখনি নিচের লিংকে ক্লিক করে আপনার রাশি সম্পর্কে জেনে নিন। ২০১২ সালটি আপনার কেমন যাবে জানতে এখনি ক্লিক করুণ.....

Thursday, May 10, 2012

মেয়েকে জীবন্ত কবর দিতে চেয়েছিলেন বাবা-মা!



ভারতের উত্তর প্রদেশে দেড় মাসের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সময় তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশু এখন সুস্থ্য আছে।


উত্তর প্রদেশের পিলাখুয়া শহরে বুধবার এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

ওই খবরে বলা হয়, কবর দেওয়ার সময় কাছাকাছি অবস্থানরত এক ব্যক্তি মেয়েটির কান্না শুনতে পেয়ে পুলিশে খবর দেয়। তখন মেয়েটির মা ভারতী রানী (৩৫) ও বাবা দীনেশ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা দীনেশের এক ভাইকেও গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ভারতী বলেছেন, এক ধর্মগুরুর পরামর্শে মেয়েকে জীবন্ত কবর দিতে চেয়েছিলেন তারা।

ওই ধর্মগুরু তাকে বলেন, এই মেয়েকে জীবন্ত কবর দিলে তার অন্য ছেলে-মেয়ে ভবিষ্যতে জটিল অসুখ থেকে রক্ষা পাবে।

গত বছর জটিল রোগে আক্রান্ত হয়ে তাদের এক সন্তান মারা গেছে বলে ভারতী দাবি করেন।

ওই ধর্মগুরুকে এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment