নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের আকাশ ভরে গেছে আলো আর আতশবাজিতে। নতুন বছর ২০১২ সালকে স্বাগত জানিয়ে দেশটিতে শুরু হয়েছে বিভিন্ন উত্সব। তবে নতুন বছরের আনন্দ উদযাপনে বাধ সেঁধেছে নিউজিল্যান্ডের খারাপ
আবহাওয়া। তাই অনেকেই বাইরে যাওয়ার বদলে ঘরেই উদযাপন করছেন নববর্ষ। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতেও শুরু হয়েছে নতুন বছরের উত্সব আর আনন্দ। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানে রাস্তায় ভিড় জমেছে হাজার হাজার মানুষের। আকাশে উড়ছে আতশবাজি। সিডনির মেঘেভরা আকাশে আতশবাজির মেলা। সিডনির লর্ড মেয়র ক্লভার মুরে বলেছেন, ১৫ মাস ধরে আতশবাজি প্রতিযোগিতার উত্সবের প্রস্তুতি চলেছে। হাজার হাজার লোক এ জন্য কাজ করেছে। সিডনিতে সাত টনেরও বেশি আতশবাজি জমা করা হয়েছে। চলছে এগুলোর প্রদর্শনী। আয়োজকেরা এটিকে স্বপ্নের সময় হিসেবে চিহ্নিত করেছেন। রয়টার্স।সূত্র: প্রথমআলো.কম, ০2/০১/২০১২
No comments:
Post a Comment